সম্মানিত প্যাডাগোজি রেটারগণ, এ্যাডমিন প্যানেল, সেরা কন্টেন্ট নির্মাতাগণ, সেরা উদ্ভাবকগণ এবং শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্যবৃন্দকে জানাই আদাব/ নমস্কার ।

- সম্মানিত প্যাডাগোজি রেটারগণ, এ্যাডমিন প্যানেল, সেরা কন্টেন্ট নির্মাতাগণ, সেরা উদ্ভাবকগণ এবং শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্যবৃন্দকে আমার নমস্কার/আদাব ও শুভেচ্ছা নিবেন। আপনাদের সক্রিয়তা আমাদের প্রিয় শিক্ষক বাতায়নকে সর্বদা প্রাণবন্ত করে রাখছে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি বেগবান করে তুলছে। বাংলাদেশের সকল শিক্ষকের প্রিয় অনলাইন পোর্টাল তথা শিক্ষক বাতায়ন ইতিমধ্যে অধিকাংশ শিক্ষকদেরকে একটি প্লাটফর্মে আনতে সক্ষম হয়েছে। আমি এই শিক্ষক বাতায়নের একজন সদস্য হয়ে এর সার্বিক উন্নয়ন কামনা করছি। উল্লেখ্য যে, আপনাদের হৃদয় নিংড়ানো উৎসাহ এবং অকৃত্রিম অনুপ্রেরণা আমার আগ্রহকে আরও শক্তিশালী করবে বলে আমার বিশ্বাস। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার আপলোডকৃত কন্টেন্ট ''শ্রেণি ২য় _বিষয় বাংলা_অধ্যায় ৮(নানা রঙের ফুলফল) কন্টেন্ট দেখা এবং আপনাদের মহামূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
- সকলের মঙ্গল কামনায়
- সবিতা রাণী দাস
- সহকারী শিক্ষক
- চান্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ সুরমা,সিলেট।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ রওশন জামিল
পূর্ণ রেটিংসহ শুভ কামনা। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ্য থাকুন।

আবু হোসাইন মোঃ আসাদুল ইসলাম
মেডাম আপনার কনটেন্ট দেখে লাইক ও পূর্ণরেটিং দিয়েছি। আমার এ পাক্ষিকের ৩৬তম আপলোডকৃত ৫ম শ্রেণির আয়ত, নির্দেশনামুলক চিত্র অঙ্কন (পৃষ্টা-১০১) কনটেন্ট দেখে মূল্যবান লাইক, রেটিং ও মতামত দানের জন্য বিনীত অনুরোধ রইল।

তাছলিমা আক্তার
আসসালামু আলাইকুম । লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা ও অভিনন্দন । ভালো থাকুন , সুস্থ থাকুন , নিজেকে নিরাপদে রাখুন । আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক ও রেটিংসহ মূল্যবান মতামত প্রদানের অনুরোধ রইল ।https://www.teachers.gov.bd/content/details/627265

Kalyan Brata Biswas
পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি ।ঘরে থাকুন, সুস্থ থাকুন।
মতামত দিন