"আনন্দহীন শিক্ষা প্রকৃত শিক্ষা নয়"

গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখনঃ ১ম পাঠ " আনন্দে গণিত শিখি" নামক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত কোর্সটির সকল কার্যক্রম ভালোভাবে রপ্ত করে যদি শ্রেণিকক্ষে প্রয়োগ করা যায় তবে ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের গণিত ভীতি অনেকাংশে লাগব হবে।আমাদের দেশের শিক্ষার্থীরা গণিত বিষয়কে কঠিন বিষয় মনে করে তাই গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখনঃ ১ম পাঠ কোর্সের মত যদি ৩য়,৪র্থ,৫ম শ্রেণির গণিত বিষয়ের উপর অনুরূপ কোর্সের চালু করা যায় তাহলে শিক্ষার্থীদের মধ্যে গণিত ভীতি আর থাকবে না। সকলেই আনন্দের সাথে গণিত বিষয়ের সকল বিষয়াদি আত্তস্থ করতে পারবে।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ রওশন জামিল
পূর্ণরেটিং সহ শুভ কামনা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ্য থাকুন, ভাল থাকুন।।

মোঃ আব্দুল আলীম
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার কনটেন্টগুলো দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।
মতামত দিন