“Imagination is more important than knowledge” অর্থাৎ কল্পনা জ্ঞানের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ।

সফলতার একটি সূত্র হচ্ছে আপনি নিজেকে প্রথম থেকেই সফল ভাবুন। আপনি নিজেকে যে অবস্থানে দেখতে চান, জীবনে যা কিছু পেতে চান তার চিত্র মনের গভীরে ভালো করে ফুটিয়ে তুলুন। আপনার কল্পনার জগতে আপনি যা কিছু ভাববেন তা বাস্তবে আপনার হাতে ধরা দিতে বাধ্য। আইনস্টাইন বলেছিলেন, “Imagination is more important than knowledge” অর্থাৎ কল্পনা জ্ঞানের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ।আপনার কল্পনার জগত যত রুচিশীলভাবে সাজানো হবে আপনার সফলতা তত তাড়াতাড়ি আপনাকে ধরা দিবে। উদাহরণস্বরুপ বলা যায়, একজন ইঞ্জিনিয়ার যখন একটি ব্রিজ বা সেতু বা বাড়ি নির্মাণ করেন তার আগেই পরিকল্পনা করে রাখেন তারপর উক্ত কাজে হাত দেন। পূর্ব পরিকল্পনা থাকলে কাজটা অধিক সুন্দর ও আকর্ষণীয় হবে। কোন প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়া কাজ করলে কাজে ব্যর্থ হওয়ার সম্ভাবনা ৯৮%। একারণে বলা যায় কল্পনা করুণ, সুন্দর মানসিকতা গড়ুন, এবং ইতিবাচক থাকুন। সফলতা আসবেই।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ মোস্তাফিজুর রহমান (সুমন)
লাইক পূর্ণরেটিংসহ শুভকামনা। আমার কনটেন্ট দেখে রেটিং সহ মতামত করার জন্য আপানাকে জানাই আন্তরিক ধন্যবাদ ।

মোছাঃ শিরীন সুলতানা
Nice presentation.Best wishes with full rating.Plz visit my page.

খাজা নিজাম উদ্দিন
শুভকামনা রইলো এবং সেই সাথে পূর্ণ রেটিং । আপনার তৈরি ব্লগ আমার দৃষ্টিতে সেরার তালিকা ভুক্ত। সে জন্য আপনাকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমার এ পাক্ষিকের কন্টেন্ট ও ব্লগ দেখার ও রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ সাফিকুল ইসলাম চৌধুরী
সম্মানিত স্যার আসসালামু আলাইকুম, মানসম্মত সুন্দর লেখা উপহার দেয়ার জন্য লাইক ও পূর্ণ রেটিং সহ ধন্যবাদ স্যার, গত ১৭/০৯/২০২০ তারিখে শিক্ষক বাতায়নে আমার আপলোড কৃত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখার জন্য অনুরোধ রইল। কন্টেনটিতে NCTB এর শিখনফল অর্জনের সর্বাত্নক চেষ্টা করেছি। প্লিজ, আমার কন্টেনটি দেখে আপনার মূল্যবান মতামত দিন এবং ভালো লাগলে সেরা রেটিংসহ লাইক দিন।

মোঃজাহাঙ্গীর হোসেন
মানসম্মত কন্টেন্ট আপলোড করার জন্য পূর্ণ রেটিংসহ অসংখ্য ধন্যবাদ ।

ফাতেমা আক্তার
লাইক ও রেটিং সাথে অসংখ্য শুভকামনা। আমার অনলাইনের ক্লসের ভিডিও কন্টেনন্টগুলো দেখে গঠনমূলক মতামতের জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ গোলাম ওয়ারেছ
লাইক ও রেটিং সাথে অসংখ্য শুভকামনা । সেই সাথে আমার সেপ্টেম্বর ২য় পাক্ষিক কন্টেন্ট "ব্যান্ডউইথ এবং ডেটা ট্রান্সমিশন মেথড (Bandwidth and Data Transmission Methods)" ও ব্লগ দেখে লাইক, রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ

বিনয় কুমার বিশ্বাস
মুজিব জন্মশতবর্ষের শুভেচ্ছা রইল । পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত , রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি ।ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। ধন্যবাদ । মন্তব্য করুন।

মোঃ সাইফুল ইসলাম
মুজিব জন্মশতবর্ষের শুভেচ্ছা রইল । পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত , রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি ।ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। ধন্যবাদ ।
মতামত দিন