সমাজে নৈতিকতার চরম পতন লক্ষ করা যাচ্ছে।

সমাজে নৈতিকতার চরম পতন লক্ষ করা যাচ্ছে। নৈতিকতার এই পতন ঠেকানো না গেলে আমাদের জন্য আরো ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে।আমরা মানুষ। আমরা সামাজিক জীব। তাই একে অপরে মিলে সমাজে বসবাস করি। মহান প্রভু সব প্রাণীর ভিতরেই প্রেম-ভালোবাসা ও বিপরীত লিঙ্গের সঙ্গীর প্রতি বিশেষ দুবর্লতা দিয়েছেন। সেই বিশেষ দুবর্লতা চরিতার্থ করার জন্য যদি আমরা ধমীর্য় ও সামাজিক রীতির বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ করি তবে সেটি যেমন অধমর্ হয় তেমনি সামাজিক সভ্যতা ভেঙেচুরে অসভ্যতায় রূপ দেয়। প্রত্যেকটি মানুষের মনেই একটি দানবীয় সত্তা বাস করে। যে সেই দানবীয় সত্তাকে দমিয়ে সুচারুরূপে জীবনযাপন করে সেই হয় অনন্য মানব। আমাদের দেশে প্রায়ই নারী-শিশু ধর্ষণ, অপহরণ ও হত্যার ঘটনা ঘটে, যা সমাজের জন্য উদ্বেগজনক। অবলীলায় নিযার্তন ধষর্ণ সহিংসতা ও হত্যার শিকার হচ্ছে নারী ও শিশুরা। কোনোভাবেই যেন নাগাল টেনে ধরা যাচ্ছে না এ পাগলা ঘোড়ার। কোমলমতি শিশু থেকে মায়ের বয়সি নারীরাও হচ্ছে ধষের্ণর শিকার। ধর্ষক শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হচ্ছে না। ধর্ষিতাকে ধর্ষণের আগে পরে অমানবিক শারীরিক নিযার্তন করে হত্যা করছে ধষর্ক। চলন্তবাস, একাকী বাসায়, এই ধর্ষণ নামক ভয়ানক ভাইরাসের মহড়া। নৈতিক মূল্যবোধ, বিবেক মানুষের অন্তরে আল্লাহর একটি কণ্ঠস্বর। মানুষকে ভালো কাজে বিবেক উৎসাহ যোগায় এবং খারাপ কাজে বাধা দেয়। বিবেকবান মানুষ অন্যায় কাজ করতে পারে না। এটা তাকে সৎকর্ম করতে প্রেরণা যোগায়। জ্ঞান অর্জন করে তার আলোকে পথ চলতে চলতে মানুষের অন্তরে মনুষ্যত্ববোধ প্রস্ফুটিত হয়।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ মোস্তাফিজুর রহমান (সুমন)
লাইক ও পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল। আমার এই পাক্ষিকের কনটেন্ট দেখে আপনার অত্যন্ত মুল্যবান মতামত ও রেটিং প্রত্যাশা করছি। সব সময় সুস্থ ও নিরাপদে থাকুন।

মোঃ মাজহারুল ইসলাম
সমাজে নৈতিকতার চরম পতন লক্ষ করা যাচ্ছে। নৈতিকতার এই পতন ঠেকানো না গেলে আমাদের জন্য আরো ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে।
মতামত দিন