শিশুদের মূল্যবোধ ও শিষ্টাচার শিক্ষা দেবার প্রয়জনীয়তা অনেক

বর্তমান সময় এমন যেন সকল ছেলে মেয়ে তথা আমদের শিক্ষার্থীরা অপরিচিত।তাদের আচার আচরণ যেন অন্য রকম।কেন এমন তার হয়তো অনেক কারণ থাকতে পারে,তবে যা হচ্ছে তা মোটেও ভালো হচ্ছে না।দিন দিন তারা যেন অনেক বেশী উত্তেজিত হয়ে যাচ্ছে।এর প্রভাব পরিবার থেকে সমাজ,সমাজ থেকে দেশ সবখানেই বিরাজমান।এখন তারা আর বড়দের সন্মান করে না,একে অপরের প্রতি কোন সহমর্মিতাও দেখায় না মমতা ,স্নেহ,ভালোবাসা যেন হারিয়েই গেছে ।পড়ছে ,ভালো রেজাল্টও করছে কিন্তু ভালো মানুষ কতটুকু হচ্ছে সেটা নিয়ে মনে হয় আমার মতো অনেকেরই চিন্তা রয়েছে।আমি বলছি না তারা রসাতলে গেছে,এমন কথা বলাও আমার সাজে না।আমি একজন শিক্ষক হিসেবে বলব তাদের আরও পরিমার্জন করতে হবে।পরিবারই সব দায়িত্ব নিতে পারবে না বলেই আমার বিশ্বাস।যদি আমরা যারা শিক্ষক আছি তারাও এগিয়ে আসি তাহলে এ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার পথ আরো বেশি প্রসস্থ হবে বলে আমি মনে করি।আমরা বিদ্যালয় চলাকালীন সময়ে সমাবেশে অনেক নীতিবাক্য পাঠ করিয়েছি কিন্তু তার প্রভাব বেশি দিন থাকে নি।কিন্তু হাল ছেড়ে দিলেতো চলবে না তাই আমরা যারা এখন অনলাইনে ক্লাস নিচ্ছি তারা যদি পাঠের শুরুতে সমাবেশ শুরু করার মতো নীতিবাক্য দিয়ে শুরু করি তাহলে আমার মনে হয় এখন তাদের বেশি প্রভাবিত করবে।কারণ করনা পরিস্থিতিতে তারা এখন বাড়িতে আছে ।তাই আমি মনে করি আমাদের পাশে তাদের মা বাবারাও আছেন।এখনই শিষ্টাচার ও মুল্যবোধ শেখানোর উপযুক্ত সময়।পুথিগত বিদ্যার প্রভাব থেকে তাদের বের করে আনতে হবে ।শিক্ষা যেন তাদের শুধুমাত্র শিক্ষিতই করে না ,সুশিক্ষিতও করে।আর মূল্যবোধ, শিষ্টাচার শিক্ষা ছাড়া কোনো শিক্ষাই সম্পূর্ণ হতে পারে না।আসুন আমরা সবাই তাদের মূল্যবোধ জাগিয়ে তুলি এবং শিষ্টাচারী হতে সহায়তা করি যার যার অবস্থান থেকে।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ আজিজুর রহমান
Best wishes with like and full rating. You are also cordially invited to my page to see and rate my content. Thanks a lot.

অচিন্ত্য কুমার মন্ডল
শুভকামনা রইলো এবং সেই সাথে পূর্ণ রেটিং । আপনার তৈরি কন্টেন্ট আমার দৃষ্টিতে সেরার তালিকা ভুক্ত। সে জন্য আপনাকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমার এ পাক্ষিকের কন্টেন্ট ও ব্লগ দেখার ও রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ কন্টেন্টঃ https://www.teachers.gov.bd/content/details/814593 ব্লগঃ https://www.teachers.gov.bd/blog-details/586269

মোঃ তাজুল ইসলাম
লাইক ও পূর্ণ রেটিং সহ অভিনন্দন ও শুভকামনা। আমার এ পাক্ষিকের কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত, রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।

অচিন্ত্য কুমার মন্ডল
শুভকামনা রইলো এবং সেই সাথে পূর্ণ রেটিং । আপনার তৈরি কন্টেন্ট আমার দৃষ্টিতে সেরার তালিকা ভুক্ত। সে জন্য আপনাকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমার এ পাক্ষিকের কন্টেন্ট ও ব্লগ দেখার ও রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ https://www.teachers.gov.bd/content/details/777226 https://www.teachers.gov.bd/blog-details/583425

মোঃ শরিফুল ইসলাম
Nice presentation. Best wishes with full ratings. I kindly request you to provide your valuable feedback and ratings by looking at the content of this fortnight

মতামত দিন