এখন আমার অনুপ্রেরণা ICT4E জেলা অ্যাম্বাসেডর স্বীকৃতি

আমি ২০১৫ সালে CPD for ICT ও CPD for ICT follow up ট্রেনিং করি এবং শিক্ষক বাতায়নের সদস্য হই। কিন্তুু ব্যক্তিগত কিছু কারনে আমি আর বাতায়নে সক্রিয় ছিলাম না। তখন আমি upwork এ একজন টপ রেটেড ফ্রিল্যান্সার ছিলাম (আর্টিকেল রাইটার হিসাবে)। ২০১৮ সালে মর্মান্তিক বাইক অ্যাকসিডেন্ট করি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ল্যাপটপ ব্যবহার বন্ধ করার কারনে অন লাইন কাজ বন্ধ হয়ে যায়। কিন্তুু প্রতিষ্ঠানের স্বার্থে কনটেন্ট তৈরির মাধ্যমে নিয়মিত ক্লাস নিতাম। তবে বাতায়নে সে ক্লাস আপলোড দিতাম না বা আপলোড দেওয়ার প্রয়োজন মনে করতাম না। এটি ছিলো আমার জাস্ট হেয়ালিপনা। কোভিড-১৯ এর সময় এসে হাতে অনেক সময় পেলাম তাই ফেসবুক বা অনলাইনের মাধ্যমে দেখলাম আমার পরিচিত অনেক শিক্ষকই অ্যাম্বাসেডর হয়েছেন। নিজের কাছে প্রশ্ন হলো আমার যোগ্যতা তাদের থেকে কম কোথায়। শুরু করলাম আমার তৈরিকৃত কনটেন্ট গুলোর রিপেয়ারিং কাজ। তারপর শুরু করলাম নতুন কনটেন্ট বানানোর কাজ। যদিও নতুন কনটেন্ট বানাতে গিয়ে আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। কারন অনেক কাজই তো ভুলে গিয়েছিলাম। কিন্তুু অত্যন্ত সুন্দর ওয়েবসাইট 'মুক্তপাঠের' টিউটোরিয়াল গুলো আমাকে বেশ সহায়তা করেছে। আমি অল্প দিনের ব্যবধানে কনটেন্ট গুলো আপলোড দিলাম,মুক্তপাঠে কাজ করলাম এবং অন্যান্য ক্রাইটোরিয়া মেইনটেন করলাম। গত কয়েক দিন আগে আমি ICT4E জেলা শিক্ষা অ্যাম্বাসেডর স্বীকৃতি পেলাম। এটা আমার শুধু সফলতা নয়, আমার লক্ষ্যে পৌছানোর অদম্য ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ। এখন ফেসবুক কিংবা অনলাইন আমার ভালোবাসা নয়, এখন আমার ভালোবাসা ও ভালো লাগার জায়গা শিক্ষক বাতায়ন। আমি মহান শিক্ষক। আমার জায়গা এখানে।বাস্তব, সহজ-সরল,বোধগম্য ও জীবন মূখি পাঠ শিক্ষার্থীর কাছে উপস্হাপন করা আমার একটি মৌলিক দায়িত্ব। এখন আমি বাতায়নে নিয়মিত কাজ করছি এবং করে যেতে চাই। আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে আমার অদম্য ইচ্ছা শক্তি আমাকে খুব শিগ্রই সেরা কন্টেন্ট নির্মাতার স্বীকৃতি দিবে।
এস এম ইকবাল হোসেন
সহকারি শিক্ষক (গণিত)
মেট্রো পুলিশ লাইন হাই স্কুল,খুলনা

সাম্প্রতিক মন্তব্য


মোহাম্মদ হোসেন
লাইক ও পূর্ণ রেটিং সহ অভিনন্দন ও শুভকামনা। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত, রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।

সুমাইয়া আক্তার
লাইক ও পূর্ণ রেটিং সহ অভিনন্দন ও শুভকামনা। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত, রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।


মোঃ নুরুল ইসলাম
লাইক ও পূর্ণ রেটিং সহ অভিনন্দন ও শুভকামনা। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত, রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।


রেহানা আক্তার ঝর্ণা
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার এ পাক্ষিকের কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।


রেহেনা আক্তার
শুভ কামনা স্যার। আমি যখন আপনার লেখা পরছিলাম তখন মনে হচ্ছিলো যেন আমার গল্প পরছি।আমি প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সব সময় মাল্টিমিডিয়া ব্যাবহার করে ক্লাস নেই কিন্তু অনলাইনে আপলোড করিনি। এই করনা কালীন সময় মনে হল বাতায়নের কথা।চেষ্টা করছি বাতায়নে নিয়মিত হবার যেন আপনার মত আমিও ICT4E জেলা শিক্ষা অ্যাম্বাসেডর হতে পারি।

এস এম ইকবাল হোসেন
ধন্যবাদ ম্যাম।শুভকামনা রইল। চেষ্টা করেন,ইনশাআল্লাহ সফলতা আসবেই ।

মাহবুবুল আলম (তোহা)
শুভ কামনা স্যার, আমার কন্টেন্ট https://www.teachers.gov.bd/content/details/777153

মোঃ জুয়েল হোসাইন
শুভকামনা রইলো এবং সেই সাথে পূর্ণ রেটিং । আপনার তৈরি কন্টেন্ট আমার দৃষ্টিতে সেরার তালিকা ভুক্ত। সে জন্য আপনাকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমার এ পাক্ষিকের কন্টেন্ট ও ব্লগ দেখার ও রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। https://www.teachers.gov.bd/profile/mdzuelhossain248


মোঃ তৌফিকুল ইসলাম
লাইক ও রেটিংসহ শুভকামনা। আমার এ পাক্ষিকে আপলোডকৃত কন্টেন্ট এ আপনার লাইক ও রেটিং প্রার্থনা করছি। আমার কন্টেন্ট এর লিংকঃ https://www.teachers.gov.bd/content/details/777801

মোঃ নুরুল ইসলাম
শুভকামন স্যার, ৮ম শ্রেণির শিক্ষক সহায়িকা অনুসরণ করে নির্ধারিত শিখনফল অনুসারে তৈরিকৃত আমার কনটেন্টটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এর কম্পিউটার নেটওয়ার্ক ) দেখে আপনার মূল্যবান মতামত আশা করছি।





অচিন্ত্য কুমার মন্ডল
শুভকামনা রইলো এবং সেই সাথে পূর্ণ রেটিং । আপনার তৈরি কন্টেন্ট আমার দৃষ্টিতে সেরার তালিকা ভুক্ত। সে জন্য আপনাকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমার এ পাক্ষিকের কন্টেন্ট ও ব্লগ দেখার ও রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ https://www.teachers.gov.bd/content/details/777226 https://www.teachers.gov.bd/blog-details/583425

মোঃ মেহেদুল ইসলাম
বাতায়নের সাথে থাকার জন্য ধন্যবাদ ।চমৎকার নির্মানের জন্য লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ।আমার কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি

মোঃ নাছির উদ্দিন খান
পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা। সেই সাথে আমার কন্টেন্ট দেখে মতামত ও রেটিং প্রদানের অনুরোধ রইল। ধন্যবাদ। https://www.teachers.gov.bd/content/details/777482

আব্দুল্লাহ আত তারিক
আপনার দিনটি শুভ হোক । আপনার অনিন্দ্যসুন্দর নির্মাণের জন্য অভিনন্দন ও শুভ কামনা রইল । আমার বাতায়ন নীড়ে আমন্ত্রণ রইল । এই পাক্ষিককে আমার নির্মিত অষ্টম শ্রেণির সাহিত্য কণিকা বইয়ের কনটেন্ট "মংড়ুর পথে" ভ্রমণকাহিনী দেখে আপনার মতামতের প্রত্যাশায় রইলাম। ঘরে থাকুন, সুস্থ্য থাকুন।

মতামত দিন