করোনা কালের পরিবর্তিত সময়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ে ছুটির সময়টি কাজে লাগানোর নির্দেশনা দেয়ার পাশাপাশি শিক্ষকদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন তিনি। একইসাথে মহামারিকালে শিশুদের সময় দিতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমে উদ্বোধন অনুষ্ঠানে রাখা বক্তব্যে এসব নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিস্তারিত ভিডিওতে।
মতামত দিন