HTML এর পূর্নরূপ Hyper Text Markup Language
আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক বন্ধুরা। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা HTML5 শুরু করবো,,,,,,,
আমরা ধীরে ধীরে HTML5 সম্পূর্ণ ট্যাগ ব্যবহার করা শিখবো।
#টিউন-০১
শুরুতে আমার জেনে নিবো,,,,
HTML কি?
HTML এর পূর্নরূপ Hyper Text Markup Language।
এটি একটি মার্কআপ ল্যংগুয়েজ।
যা এক সারি ট্যাগ সমন্বয় এ গঠিত।
ওয়েবপেজ তৈরি করতে Html ব্যবহৃত হয়।প্রায় সকল ওয়েব পেজ প্রাথমিক ভাবে গঠন করতে html ট্যাগ প্রয়োজন।
Html এর উৎপত্তি কোথায় থেকে--
১৯৯০ সালে বার্নার্স-লি ব্রাউজার এবং সার্ভারের সফ্টওয়্যারে এইচটিএমএল (HTML) এর উল্লেখ করেন ।
HTML এর ভার্সন সমূহ--
বিভিন্ন সময়ে html এর বিভিন্ন ভার্সন প্রকাশ হয়েছে।
HTML প্রকাশ হয়েছে ১৯৯১ সাল,
প্রকাশ HTML 2.0 ভার্সন প্রকাশ হয়েছে ১৯৯৫ সাল,
HTML 3.2 ভার্সন প্রকাশ হয়েছে ১৯৯৭,
HTML 4.1 ভার্সন প্রকাশ হয়েছে ১৯৯৯ সাল,
XHTML প্রকাশ হয়েছে ২০০০ সালে,
HTML 5 ভার্সন প্রকাশ হয়েছে ২০১৪ সালে,
সর্বশেষ HTML 5 ভার্সন সংস্করণ করা হয়েছে।
২০১৬ সালে ভার্সন এর উপর ভিত্তি করে html কোড অনেক পরির্বতন এনেছে। এতে সহজে html 5 শিখা সম্ভব। বর্তমানে সব ওয়েব পেজ তৈরিতে html 5 ভার্সন ব্যবহার করা হয়।
দিন দিন html নতুন নতুন পরিবতর্ন আনতেছে এতে কম সময়ে বেশি কাজ কার সম্ভব হচ্ছে এবং নতুন নতুন ট্যাগ ব্যবহার করে আমরা নতুন কিছু তৈরি করতে সক্ষম হয়তেছি।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার কোন প্রশ্ন থাকলে করতে পারেন, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে।
আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ্।

সাম্প্রতিক মন্তব্য


মোহাম্মদ শাহাদৎ হোসেন
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আবারও ধন্যবাদ।

রমজান আলী
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকে আপলোডকৃত ৪১ তম কনটেন্ট ও ব্লগ দেখে লাইক,গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ নুরুল ইসলাম
অনেক অনেক শুভকামনা রইলো স্যার। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

রমজান আলী
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকে আপলোডকৃত 41তম কনটেন্ট ও ব্লগ দেখে লাইক,গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ মনিরুজ্জামান মিয়া
আপনাকে অভিনন্দন। লাইক, কমেন্ট ও পূর্ণ রেটিং সাথে অসংখ্য শুভ কামনা রইল। সেই সাথে আমার কনটেন্ট দেখে সুচিন্তিত মতামত, লাইক ও রেটিংসহ আপনার মতামত দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি ।আসসালামু আলাইকুম। আমার কন্টেন্ট দেখে লাইক কমেন্ট ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। কনটেন্ট লিন্ক : https://www.teachers.gov.bd/content/details/896640

মোঃ মেহেদুল ইসলাম
শিক্ষক বাতায়নের সকল শিক্ষক- শিক্ষিকা ও আইসিটি জেলা অ্যাম্বাসেডর স্যারদের জানাই আন্তরিক শুভেচ্ছা https://www.teachers.gov.bd/content/details/895452

লুৎফর রহমান
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকে আপলোডকৃত ৫৪ তম কনটেন্ট ও ব্লগ দেখে লাইক,গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
মতামত দিন