বিরল বন্ধুত্বের সাক্ষী অলিম্পিক মঞ্চ

১১৩ বছরের ইতিহাসে প্রথমবার
স্বর্ণপদক ভাগ করে নিলেন দুই প্রতিযোগী, বিরল বন্ধুত্বের সাক্ষী অলিম্পিকের
মঞ্চ
ভিকট্রি স্ট্যান্ডে
দাঁড়িয়ে রয়েছেন দুই অ্যাথলিট। তাঁদের সামনে ট্রে-তে করে পদক নিয়ে হাজির হলেন
অলিম্পিকের এক আয়োজক। আর তারপর সেখান থেকে পদক নিয়ে একে অন্যের গলায় পরিয়ে দিলেন
দুই অ্যাথলিট। আর মুহূর্তেই দর্শকহীন স্টেডিয়ামও যেন ফেটে পড়ল উচ্ছ্বাসে।
আশ্চর্যের বিষয় হল, দুটি পদকই স্বর্ণপদক। অর্থাৎ, একই ইভেন্টে দু’জন চ্যাম্পিয়ন!
এও কি সম্ভব? হ্যাঁ, সম্প্রতি এমনই বিরল ঘটনার সাক্ষী থাকল টোকিও শহর।
‘প্রতিদ্বন্দ্বিতা’ হার মানল ‘বন্ধুত্ব’-এর কাছে।
কাতারের মুতাজ এসা
বারশিম এবং ইতালির জিয়ানমার্কো তামবেরি এমনই রূপকথার এক দৃশ্যের জন্ম দিলেন গত
পহেলা আগস্ট,২০২১ । গোটা ফাইনাল জুড়েই তাঁদের লড়াই চলেছিল সমানে সমানে। দুই
হাই-জাম্পারের স্কোরবোর্ডই ফুটে উঠেছিল একই সংখ্যা। ২.৩৭ মিটারের জাম্প। ঠিক হয়
২.৩৯ মিটারের অলিম্পিক রেকর্ড ছুঁতে পারলেই শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হবে কোনো একজন
অ্যাথলিট। তবে দু’জনেই ব্যর্থ হন সেই রেকর্ড ছুঁতে। পাশাপাশি গোটা টুর্নামেন্টে
দু’জনেই নষ্ট করেছেন ৩টি করে সুযোগ। ফলত, সেই নিরিখেও অসম্ভব হয়ে ওঠে বিচার।
ততক্ষণে দু’ঘণ্টা
সময় অতিবাহিত হয়েছে ঘড়িতে। স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় ধরে চলতে থাকা পরিশ্রমসাধ্য
এই খেলায় ক্লান্ত অ্যাথলিটরাও। কিন্তু তা সত্ত্বেও একপ্রকার বাধ্য হয়েই জাম্প অফের
সিদ্ধান্ত নেন আয়োজকরা। অর্থাৎ, একটি করে লাফানোর সুযোগ পাবেন দুই অ্যাথলিট। তাতে
যিনি বেশি উচ্চতা দখল করতে পারবেন তিনিই বিজয়ী। এই খেলা চলবে যতক্ষণ না শ্রেষ্ঠত্ব
প্রমাণ করতে পারবেন কোনো একজন। ব্যাপারটা অনেকটা ফুটবলের পেনাল্টি-শুটআউটের সাডেন
ডেথের মতোই।
না, সেই পর্বে আর
গড়াল না খেলা। আয়োজকদের সিদ্ধান্তের পর জাম্প-অফের প্রস্তুতি নেওয়াও শুরু করে
দিয়েছিলেন তামবেরি। কিন্তু তারপরেই বদলে যায় ম্যাচের আবহ। ধীর গতিতে বিচারকের কাছে
এগিয়ে যান ইসা বারশিম। নিচু গলায় অনুরোধ করেন, যদি পদক ভাগ করে দেওয়া সম্ভব হয়
দু’জনের মধ্যে। আশ্চর্যের বিষয় হল, তখনও পর্যন্ত এ ব্যাপারে বিন্দুমাত্রও অবগত নন
তামবেরি। খানিক হেসে বিচারক জানান, প্রতিপক্ষের আপত্তি না থাকলে, সম্পূর্ণ সমর্থন
রয়েছে তাঁর।
না, আপত্তি করেননি তামবেরি। কয়েক মুহূর্ত দুই অ্যাথলিটকে শলাপরামর্শ
করতে দেখা যায়। তারপরেই দু’জন দু’জনকে জড়িয়ে ধরে এগিয়ে আসেন ভিকট্রি স্ট্যান্ডের দিক।
টোকিও অলিম্পিকে ঘটে যাওয়া এই ঐতিহাসিক ঘটনায় এক কথায় স্তম্ভিত গোটা বিশ্ব। ১৯০৮ সালের
পর, দীর্ঘ তার ১১৩ বছরের ব্যবধানে আবার পুনরাবৃত্তি এমন ঘটনার। বিরল বললেও বোধ হয় কম
বলা হয় এই ঘটনাকে।
২০১৬-র রিও
অলিম্পিকে ভয়ঙ্কর চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তামবেরি। ভেঙেছিল পায়ের হাড়। এমনকি
খেলায় ফেরার সম্ভাবনাও প্রায় ছিল না বললেই চলে। সেখান থেকেই টোকিও অলিম্পিকের
ফাইনালে পৌঁছেছিলেন তিনি। আর এই লড়াইয়ের পিছনে ছিল অসম্ভব পরিশ্রম। সেই না বলা
কথাটাই হয়তো একজন অ্যাথলিট হওয়ার দরুন বুঝতে পেরেছিলেন এসা। স্বর্ণপদক, শ্রেষ্ঠত্ব
ভাগাভাগির সিদ্ধান্ত হয়তো তাই-ই। নিঃশব্দেই জিতে যায় স্পোর্টসম্যান স্পিরিট আর
বন্ধুত্ব। আশ্চর্যের বিষয় হল, ক্যালেন্ডারের পাতায় দিনটাও ছিল কিন্তু ১ আগস্ট।
আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। এ যেন এক অদ্ভুত সমাপতনই বটে!
সংগৃহীত

সাম্প্রতিক মন্তব্য


আবজাল হোসেন
লাইক ও পূর্ণ রেটিংসহ অনেক শুভ কামনা। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান লাইক,রেটিং ও মতামত দেয়ার অনুরোধ রইলো

উম্মে কুলছুম
লাইক ও পূর্ণ রেটিংসহ অনেক শুভ কামনা। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান লাইক,রেটিং ও মতামত দেয়ার অনুরোধ রইলো।

উম্মে কুলছুম
লাইক ও পূর্ণ রেটিংসহ অনেক শুভ কামনা। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান লাইক,রেটিং ও মতামত দেয়ার অনুরোধ রইলো।

মোঃ হাফিজুর রহমান
লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার কন্টেন্ট দেখে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার মতামত প্রদানের জন্য অনুরোধ রইলো।

মোঃ আল আমিন হক
nice

মোহাম্মদ আজিজুল হক
আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

মোঃ মুজিবুর রহমান
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি

মোহাম্মদ আজিজুল হক
আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

মোহাম্মদ শাহ আলম
শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি ।

মোহাম্মদ আজিজুল হক
আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

আবু নাছির মোঃ নুরুল্লা
লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।প্লিজ রেটিং দিতে ভুলবেননা।

মোহাম্মদ আজিজুল হক
আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

প্রকৌঃ মোঃ শফি উদ্দীন
Excellent! Surely your Knowledge, Skill & Attitude will enrich the ‘Shikkhok Batayon’. You are invited to my_ ppt content _Video content

মোহাম্মদ আজিজুল হক
আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

ফাতেমা আক্তার
আসসালামু আলাইকুম।লাইক ও রেটিংসহ আপনাকে অভিনন্দন ও শুভ কামনা।আমার কন্টেন্ট, ব্লগ,ভিডিও কন্টেন্ট ও অনলাইন ক্লাস পর্যবেক্ষণ করার জন্য আমন্ত্রণ।ধন্যবাদ।

মোহাম্মদ আজিজুল হক
আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

মোঃ মানিক মিয়া
আসসালামু আলাইকুম।লাইক ও রেটিংসহ আপনাকে অভিনন্দন ও শুভ কামনা।আমার কন্টেন্ট, ব্লগ,ভিডিও কন্টেন্ট ও অনলাইন ক্লাস পর্যবেক্ষণ করার জন্য আমন্ত্রণ।ধন্যবাদ।

মোহাম্মদ আজিজুল হক
আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

জাহিদুল ইসলাম
আসসালামু আলাইকুম। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত ৩৫তম কনটেন্ট দেখার জন্য বিনীত অনুরোধ করছি। আমার এ পাক্ষিকের কনটেন্ট এ রেটিং করার অনুরোধ করছি। আমার কনটেন্ট লিংক: https://www.teachers.gov.bd/content/details/1076783

মোহাম্মদ আজিজুল হক
আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

মোহাম্মদ শাহাদৎ হোসেন
👉 লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আবারও ধন্যবাদ।

মোহাম্মদ আজিজুল হক
আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

লুৎফর রহমান
Best wishes with full ratings. Sir/Mam. Please give your like, comments and ratings to watch my all contents PowerPoint, blog, image, video and publication of this fortnight. Link: PowerPoint: https://www.teachers.gov.bd/content/details/1078352 Blog: https://www.teachers.gov.bd/blog-details/616383 Video: https://www.teachers.gov.bd/content/details/1081084 Publication: https://www.teachers.gov.bd/content/details/1079663 Batayon ID: https://www.teachers.gov.bd/profile/Lutfor%20Rahman

মোহাম্মদ আজিজুল হক
আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভ কামনা রইল।
মতামত দিন