পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা।
আজকের সিরিয়াল ৯৩ হতে ১০৬ পর্যন্ত
৯৩। যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়, তাকে কী বলে?
(ক) নিসাক (খ) মাসারিফ
(গ) পণ্য (ঘ) নিসাব √
৯৪। সালাতের আহকাম কয়টি?
(ক) ৬টি (খ) ৮টি (গ) ৭টি√ (ঘ) ৫টি
৯৫। বিতর সালাতে দোয়া কুনুত পড়া-সালাতে কী?
(ক) ফরজ (খ) মুবাহ
(গ) মুস্তাহাব (ঘ) ওয়াজিব√
৯৬। আল্লাহতায়ালার নিকট বান্দার অনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কী?
(ক) হজ (খ) সালাত√
(গ) জিহাদ (ঘ) সাওম
৯৭। কোন অবস্থায় কুরআন মজিদ স্পর্শ করা যায় না?
(ক) অপবিত্র অবস্থায়√ (খ) বসা অবস্থায়
(গ) দাঁড়ানো অবস্থায় (ঘ) শোয়া অবস্থায়
৯৮। সালাত আদায়ের জন্য নির্ধারিত ইবাদতখানাকে কী বলে?
(ক) মকতব (খ) মসজিদ√
(গ) খানকা (ঘ) মসজিদে নববী
৯৯। মহানবী (সা.)-এর আকিকা কে করেছিলেন?
(ক) তাঁর দাদা (খ) তাঁর চাচা
(গ) তাঁর স্ত্রী (ঘ) তিনি নিজেই√
১০০। রাসূল (সা.) কয় সময় সালাত পড়তে নিষেধ করেছেন?
(ক) ২ (খ) ৩√ (গ) ৪ (ঘ) ৫
১০১। ‘সাওম হচ্ছে ঢালস্বরূপ’ কোন হাদিস?
(ক) বুখরী√ (খ) তিরমিজি
(গ) তিরবানি (ঘ) সহিহ
১০২। জিলহজ মাসের কত তারিখে কুরবানি করতে হয়?
(ক) ১০, ১১ ও ১২√ (খ) ৮, ৯ ও ১০
(গ) ৯, ১০ ও ১১ (ঘ) ১২, ১৩ ও ১৪
১০৩। আকিকা করা কী?
(ক) সুন্নত√ (খ) ওয়াজিব
(গ) ফরজ (ঘ) মুস্তাহাব
১০৪। হজের প্রথম ফরজ কোনটি?
(ক) তাওয়াফে জিয়ারত
(খ) আরাফাতে অবস্থান
(গ) ইহরাম বাঁধা√
(ঘ) কুরবানি করা
১০৫। কিসের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার চরম আনুগত্য প্রকাশ পায়?
(ক) সাওমের মাধ্যমে
(খ) হজের মাধ্যমে
(গ) পিতামাতার আনুগত্যের মাধ্যমে
(ঘ) সালাতের মাধ্যমে√
১০৬। সংযম, ত্যাগ, দান, ধৈর্য সহানুভূতি ইত্যাদি চারিত্রিক গুণের কীভাবে বিকাশ ঘটে?
(ক) সালাতের মাধ্যমে (খ) সাওমের মাধ্যমে√
(গ) জাকাতের মাধ্যমে (ঘ) কুরবানির মাধ্যমে
চলমান।

সাম্প্রতিক মন্তব্য


শাহিনা খাতুন
লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

মোঃ আব্দুর রাজ্জাক
সুন্দর উপস্থাপনা। আপনার জন্য রইল শুভকামনা।আমার কনটেন্ট সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ কামনা করছি। https://www.teachers.gov.bd/content/details/1170607

লুৎফর রহমান
Best wishes with full ratings. Sir/Mam. Please give your like, comments and ratings to watch my all-contents

মোঃ নূর - ই- আলম ছিদ্দিকী
আপনার জন্য পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল। আমার কন্টেন্ট দেখার জন্য বিনীত অনুরোধ রইল।

মোঃ মনিরুজ্জামান মিয়া
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইল। আমার এ পাক্ষিকের আপলোডকৃত কনটেন্ট ও ব্লোগ দেখে আপনার মূল্যবান লাইক, রেটিং ও মতামত প্রত্যাশা করছি। আমার কনটেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1169299

গোলাম হোসেন
পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত , রেটিংও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। teachers.gov.bd/content/details/1172740
মতামত দিন