প্রভাষক থেকে মাদরাসার অধ্যক্ষ নিয়োগের সুযোগ প্রদানে রুল

মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০১৮ (২৩ নভেম্বর- ২০২০ সংশোধিত)র মাধ্যমে ইতিপূর্বের নীতিমালা কেন বাতিল করা হবে না- এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া আলিম স্তরের আরবি প্রভাষক পদ থেকে কামিল, ফাজিল (পাস) এবং আলিম মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও মুহাদ্দিস পদে নতুন নিয়োগের প্রক্রিয়ায় আবেদনের সুযোগ না দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মেও রুল জারি করা হয়েছে। রিটের শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। ভুক্তভোগী ৮ আরবি প্রভাষক এ রিট দায়ের করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (কারিগরি ও মাদরাসা বিভাগ) ও মাদরাসা অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট ৫ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। রুলের বিষয়ে ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) এর শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ দেয়া এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা, ২০১০ (সংশোধিত, ২০১৩) অনুসারে আলিম স্তরের আরবির প্রভাষক পদ থেকে কামিল, ফাজিল (পাস) এবং আলিম মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও মুহাদ্দিস পদে নতুন নিয়োগের প্রক্রিয়ার আবেদনের সুযোগ ছিল। কিন্তু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর মাধ্যমে আগের নীতিমালা বাতিল করে আলিম স্তরের আরবির প্রভাষক পদ থেকে কামিল, ফাজিল (পাস) এবং আলিম মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও মুহাদ্দিস পদে নতুন নিয়োগের প্রক্রিয়ায় আবেদনের সুযোগ না রেখে ও ইবতেদায়ী প্রধান, দাখিল মাদরাসার সুপারদের আবেদনের সুযোগ দিয়ে নীতিমালা প্রণয়ন করা হয়। এ কারণে মাদরাসা শিক্ষক আব্দুল মান্নান, জয়নুল আবেদীন, আব্দুল মান্নান, মোহাম্মদ নূরুল হক, মোহাম্মদ মুসা কাজেম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো. জালাল উদ্দিন এবং মুহাম্মদ ছায়েদুল হক রিট করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত উপরোক্ত রুল জারি করেন।
সূত্রঃ দৈনিক ইনকিলাব

সাম্প্রতিক মন্তব্য


শাহিনা খাতুন
লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

মোছাঃ হোসনে আরা
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেয়ার জন্য অনুরোধ করছি।

জাহিদুল ইসলাম
আসসালামু আলাইকুম/আদাব। লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। কনটেন্ট লিংকঃ https://www.teachers.gov.bd/content/details/1295454

ফিরোজ আহমেদ
চমৎকার নির্মাণ। পূর্ণ রেটিং সহ শুভ কামনা আপনার জন্য। আমার বাতায়ন বাড়িতে দাওয়াত রইলো। অনুগ্রহপূর্বক আসবেন এবং গঠণমূলক পরামর্শ দিবেন। সর্বোপরি বাতায়নের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সুশিল চন্দ্র রায়
Wonderful presentation. Wishing like, comments with full rating. Please visit my batayon page and leave there your valuable comments and consultation. Be healthy. Bye

লুৎফর রহমান
??Thanks for nice content and best wishes including full ratings. Please give your like, comments and ratings to watch my all contents. ♥️♥️
মতামত দিন