শিক্ষক নিয়োগ-ঝামেলায় পড়তে পারেন ইনডেক্সধারীগণ

শিক্ষক নিয়োগ- ঝামেলায় পড়তে পারেন ইনডেক্সধারীগণ
ইনডেক্সধারী (আগে থেকে এমপিও পদে নিয়োগপ্রাপ্ত) শিক্ষকদের নিয়োগ নীতিমালা সাময়িকভাবে স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলীর বিষয়টি এমপিও নীতিমালায় উল্লেখ থাকলেও তাদের বদলীর কোনো ব্যবস্থা নেই। তবে বিভিন্ন সময় শিক্ষক নিয়োগের লক্ষ্যে জারি করা গণবিজ্ঞপ্তপেয়েছেন ইনডেক্সধারীরা। আবেদনের পর মেধার ভিত্তিতে তাদের নিয়োগের সুপারিশ করা হয়। শিক্ষক নিয়োগ নীতিমালার ৭ নম্বর ধারায় বিষয়টি উল্লেখ রয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালাটি জারি করা হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। নীতিমালার ৭ নম্বর ধারায় বলা হয়েছে, ‘‘কর্মরত কোন শিক্ষক যদি অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পেতে আবেদন করেন তবে তাকেও অপরাপর আবেদনকারীদের একইরূপ মেধাক্রমের ভিত্তিতে নিয়োগের জন্য বিবেচনা করা হবে।’’
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে নীতিমালাটি সাময়িক স্থগিত করে পরিপত্র জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন শিক্ষা সচিব মো. আবু বকর ছিদ্দীক।পরিপত্রে বলা হয়েছে, ২০১৫ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্রের ৭ নং ধারাটি সাময়িকভাবে স্থগিত করা হলো।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। সংস্থাটির একটি সূত্র জানায়, ইনডেক্সধারী শিক্ষকদের বদলীর কোনো ব্যবস্থা নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে এতদিন তারা আবেদনের সুযোগ পেয়েছে। তবে ইনডেক্সধারীদের নিয়োগের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট লেগেই থাকে। তাই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ দিতে চায় না এনটিআরসিএ।
এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ইনডেক্সধারী শিক্ষকদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে শিক্ষা মন্ত্রণালয়। তারা যে সিদ্ধান্ত দেবে আমরা সেটি বাস্তবায়ন করব।

সাম্প্রতিক মন্তব্য


বীণা মিত্র
🌺🌹🌺❤️ লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা। আপনার প্রেজেনটেশন অনেক সুন্দর ,মানসম্মত আপলোড করেছেন। আপনার সফলতা কামনা করি। আমার ৪৮ তম কন্টেন্ট, ব্লক, প্রকাশনা - দেখে আপনার মূল্যবান মতামত দেয়ার বিনীত অনুরোধ রইল। https://www.teachers.gov.bd/content/details/1336465 🌺🌹🌺❤️

লুৎফর রহমান
🌹🌷Thanks for the excellent content and best wishes including full ratings. Please give your likes, comments and ratings to watch all my content.♥️♥️

মোছাঃ হোসনে আরা
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট, ভিডিও কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

রুমানা আফরোজ
লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা। বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1321411

মোহাম্মদ শাহ আলম
🌹🌷Thanks for the excellent content and best wishes including full ratings. Please give your likes, comments and ratings to watch all my content.♥️♥️

মোহাম্মদ শাহ আলম
🌹🌷Thanks for the excellent content and best wishes including full ratings. Please give your likes, comments and ratings to watch all my content.♥️♥️
মতামত দিন