সেন্টমার্টিনে দুই বছর ধরে ফলশূন্য নারিকেল গাছ!

নারিকেল জিঞ্জিরা
হিসেবে পরিচিত দেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে গত দুই বছর ধরে নারিকেল গাছে ফলন নেই।
এতে বন্ধ হয়ে গেছে বাসিন্দাদের আয়ের অন্যতম উৎস। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বলছে, দ্বীপে
অপরিকল্পিত স্থাপনার কারণে নারিকেল গাছের শিকড় বিস্তৃত হতে পারছে না।
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের গলাচিপাপাড়ার বাসিন্দা আব্দুল কাইয়ুম। তার রয়েছে দেড়শ নারিকেল গাছ। কিন্তু গেলো ২ বছর ধরে এসব গাছ নারিকেলশূন্য। আবার এরমধ্যেই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৩০টি গাছ। আব্দুল কাইয়ুম বলেন, ‘নারিকেল গাছে ফলন বন্ধ হয়ে আমরা খুব বিপদে আছি। সংসার চালাতেই এখন কষ্ট হচ্ছে।’
আট বর্গকিলোমিটারের সেন্টমার্টিন দ্বীপের আরেক নাম নারিকেল জিঞ্জিরা। দ্বীপের দশ
হাজার বাসিন্দার অনেকের আয়ের অন্যতম উৎস নারিকেল। কিন্তু দু'বছর ধরে
আশঙ্কাজনকভাবে নেই ফলন।এতে টেকনাফ থেকে ডাব নেয়ায় বাড়তি খরচে জমছে না ব্যবসা।
ডাব
ব্যবসায়ীরা জানায়, ডাব যা হচ্ছে তাতে পোকা ধরে সব শেষ হয়ে গেছে। গাছের কী এক রোগ
হয়ে এ দ্বীপে ডাব ধরা প্রায় বন্ধের পথে।
নারিকেলের ফলন না হওয়ার বিষয়টি জানে না কৃষি বিভাগ। তবে জেলা প্রশাসন বলছে,
বিষয়টি বেশ উদ্বেগের।
কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কবির হোসেন বলেন, ‘আমরা যদি
স্যাম্পল পাই, তাহলে আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউটকে অনুরোধ করব যে টিম নিয়ে গিয়ে
আমাদের সমাধান দিতে। তারা যে সমাধান দিবে সে ভিত্তিতে আমরা কৃষককে পরামর্শ দিবো
এবং সব ধরনের সহযোগিতা করব।’
অতিরিক্ত
জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলছেন, ‘এখানের অধিকাংশ মানুষের জীবীকার অংশ
এটি। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
অবশ্য সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বলছে, দ্বীপে অপরিকল্পিত স্থাপনার কারণে নারিকেল
গাছের শিকড় বিস্তৃত হতে পারছে না।
বাংলাদেশ
সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবু সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন,
‘অপরিকল্পিত স্থাপনার কারণে নারিকেল গাছের শিকড় বিস্তৃত হতে না পারার পাশাপাশি
পানির স্তর নিচে নেমে যাওয়ায় গাছ মরে যাচ্ছে। ফলন বন্ধ হয়ে যাচ্ছে। সম্প্রতি
নারিকেল গাছে এক ধরনের মড়ক লেগেছে। বিষয়টি নিয়ে যারা উদ্ভিদ বিজ্ঞানী আছেন, তাদের
গবেষণার প্রয়োজন আছে।’
সেন্টমার্টিনে
নারিকেল গাছ রয়েছে প্রায় ১০ হাজারের কাছাকাছি। আর গেলো দুবছরে মারা গেছে প্রায়
৩০০ গাছ।

সাম্প্রতিক মন্তব্য


Abul Kalam
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। আমার আপলোডকৃত এ পাক্ষিকের আজকের সমাবেশ ভিডিও সম্পর্কিত কনটেন্টটি, দেখে লাইক, রেটিংসহ ও আপনার সু-চিন্তিত মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল । কনটেন্টটির লিং-https://www.teachers.gov.bd/content/details/1376772

মোঃ মুজিবুর রহমান
চমৎকার কনটেন্ট। লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান লাইক, কমেন্ট ও রেটিং প্রত্যাশা করছি। শুভকামনা নিরন্তর।

মুহাম্মদ ইউছুফ
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। আমার আপলোডকৃত এ পাক্ষিকের বাংলা ১ম পত্র “মাল্যদান” সম্পর্কিত কনটেন্টটি ,ব্লগ,ও প্রকাশনা দেখে লাইক, রেটিংসহ ও আপনার সু-চিন্তিত মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল ।

রুমানা আফরোজ
🥀🥀অসংখ্য ধন্যবাদসহ কৃতজ্ঞতা ও আপনার জন্য শুভকামনা। শিক্ষক বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত ১২৩ তম কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1375930

মোঃ শফিকুল ইসলাম
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। আমার ৮২তম কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত, রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।
মতামত দিন