জানুন সিরামিকের বাসন ঝকঝকে রাখার উপায়।

প্রতিদিন আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের বাসন। আর ব্যবহার শেষে সেগুলো আমাদের পরিষ্কার রাখতে হয়। জানুন সিরামিকের বাসন ঝকঝকে রাখার উপায়-
১। একটি বাটিতে দুই চামচ বেকিং সোডা নিয়ে তাতে কয়েক ফোটা পানি দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। সাবানের পরিবর্তে সোডার মিশ্রণ দিয়ে সিরামিকের বাসন ২০ মিনিট মাখিয়ে রাখলে সহজে হলদে দাগ উঠে যাবে।
২। একটি ব্রাশে টুথপেস্ট নিয়ে দাগের জায়গায় ভালো করে ঘসে নিলে ৫ মিনিটের মধ্যে দাগ দূর হয়ে যাবে।
৩। একটি পাত্রে ভিনেগার এর সাথে লবনের মিশ্রণ মিশিয়ে নিন। সিরামিকের পাত্রগুলো ভালো করে মেজে নিন এবং ১০ মিনিট রেখে ভালো করে আবার ভিমবার দিয়ে ধুয়ে নিন।
৪। উষ্ণ গরম পানিতে খানিকটা লেবুর রস দিয়ে বাসনগুলো পানিতে ভিজিয়ে রাখুন। লেবুর খোসা দিয়ে দাগের অংশটি ভালো করে ঘসে পানি দিয়ে ধুয়ে নিন।
৫। চাল ধোয়া পানিতে কাচের বাসন কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিন। বাসনের উজ্জলতা বজায় থাকবে।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ মুজিবুর রহমান
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা। আমার এ পাক্ষিকে আপলোডকৃত কনটেন্ট দেখে মতামতসহ রেটিং,লাইক ও কমেন্ট কামনা করছি।
মোঃ মনিরুজ্জামান মিয়া
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

মোঃ রাহাত উল্লাহ
শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার,এডমিন,সেরা কনটেন্ট নির্মাতা,সেরা উদ্ভাবক,সেরা নেতৃত্ব,বাতায়ন সকল শিক্ষক- শিক্ষিকা আইসিটি জেলা অ্যাম্বাসেডর আমার আপলোডকৃত 69তম কনটেন্ট"আতা-ই-রাসূল, সুলতান-উল-হিন্দ, খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সনজরী (রহঃ)-এর ৮১১তম "দেখে লাইক,গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।






রুমানা আফরোজ
🌷🌷🌷 লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। শিক্ষক বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত ১২৩ তম কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1375930


মোঃ শফিকুল ইসলাম
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। আমার ৮৩তম কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত, রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।




ফিরোজ আহমেদ
আসসালামু আলাইকুম। মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার কনটেন্ট, ছবি, ব্লগ ও ভিডিও কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি। ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই প্রত্যই রইলো।

বীণা মিত্র
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা🌹। আপনার সফলতা কামনা করি। আমার কনটেন্ট,ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত দেয়ার বিনীত অনুরোধ করছি। ❤️https://teachers.gov.bd/content/details/1374941 🌺🌿🌺

মতামত দিন