@@ ঘুমানোর কতিপয় সুন্নত মুবারক ও আদব @@

ঘুমানোর কতিপয় সুন্নত মুবারক ও আদব
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
অর্থ: আমি তোমাদের ঘুম বা নিদ্রাকে আরামদায়ক করেছি।
(সূরা নাবা শরীফ ৯)
আর পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে- ঘুম হচ্ছে মৃত্যুর
সহোদর-ভাই। কাজেই ঘুমানোর পূর্বে নিম্ন লিখিত সুন্নত সমূহ পালন করতঃ ঘুমানো উচিত। আর
মনে মনে খেয়াল করা কর্তব্য যে, এটাই আমার ইহকালীন জীবনের শেষ ঘুম।
১. জমিনে, সুন্নতি চৌকিতে, কাপড়ের বিছানায়, চটের উপর,
চাটাইতে, চামড়ার বিছানায়, খেজুর পাতার তৈরী মাদুরে শোয়া সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
(বুখারী শরীফ)
২. মিসওয়াক করতঃ অযু করে শয়ন করা সুন্নত মুবারক। (বুখারী
শরীফ)
৩. শোয়ার পূর্বে উভয় চোখে সুরমা লাগানো সুন্নত মুবারক।
(মুস্তাদরাকে হাকীম)
৪. তাহাজ্জুদ বা ফজরের নামায আদায়ের নিয়ত করতঃ প্রস্তুতি
নেয়া সুন্নত।
অযূর পানি,মিসওয়াক,আতর,সুরমাদানী,চিরুনী হাতের কাছে বা
শিয়রে রাখা সুন্নত মুবারক।
৫. শোয়ার পূর্বে বিছানা ভালভাবে ঝেড়ে নেয়া সুন্নত মুবারক।
(বুখারী শরীফ)
৬. শোয়ার পূর্বে বিসমিল্লাহ বলে নিম্নের কাজগুলো করা
সুন্নত মুবারক।
(ক) খাবারের পাত্র ঢেকে রাখা (খ) ঢেকে রাখার কিছু না
পেলে বিসমিল্লাহ পড়ে অন্ততঃ তার মুখে একটি লাঠি বা ছড়ি রেখে দেয়া (গ) ঘরের দরজা বন্ধ
করা (ঘ) স্বাভাবিক বাতি নিভিয়ে দেয়া। (বুখারী শরীফ)
৭. পরিহিত কাপড় পরিবর্তন করে শোয়ার কাপড় পরিধান করা সুন্নত
মুবারক।
৮. জামার গুটলী খুলে, লুঙ্গি বা পায়জামার বাঁধন ঢিলা
করে নেয়া সুন্নত মুবারক।
৯. শোয়ার পূর্বে কুরআন শরীফ থেকে তিলাওয়াত করা সুন্নত
মুবারক। (বুখারী শরীফ)
১০. ঘুমানোর সময় ডান গালে হাত রেখে ক্বিবলামুখী হয়ে শয়ন
করা সুন্নত মুবারক। (বুখারী শরীফ)
১১.কয়েকবার দুরূদ শরীফ পাঠ করা। অতঃপর পাছ আনফাছ (শ্বাস
ছাড়তে লা-ইলাহা এবং শ্বাস টানতে ইল্লাল্লাহ্) যিকির করতে করতে কিংবা ছবকের নিয়ত করতঃ
যিকির করতে করতে ঘুমানো সুন্নত মুবারক। (বুখারী শরীফ)
১২.সারা দিনের কাজ-কর্মের হিসেব (মুহাসাবা) করা। গোনাহ্
হলে তাওবা -ইস্তিগফার করতঃ গোনাহ না করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া সুন্নত মুবারক।
১৩. কারো দেনা-পাওনা থাকলে হিসাব করে লিখে রাখা উচিত।
১৪. কোন আমল অনাদায়ী থাকলে তা আদায় বা সম্পন্ন করা উচিত।
১৫. শয়ন করে নিম্নোক্ত দোয়া পাঠ করা-
উচ্চারণ: আল্লাহুম্মা বিছমিকা আমূতু ওয়া আহ্ইয়া
অর্থ: আয় মহান আল্লাহ পাক! আমি আপনার নাম মুবারক নিয়ে
ঘুমাচ্ছি এবং আপনার নাম মুবারক নিয়েই জাগ্রত হবো (বুখারী শরীফ)
১৬. দুপুরে খানা খাওয়ার পর কিছুক্ষণ শয়ন করা সুন্নত মুবারক
(বুখারী শরীফ)
১৭.কখনো উপুর হয়ে শোয়া জায়েয় নেই। তবে ডান কাতে, বাম
কাতে কিংবা চিত হয়ে শয়ন জায়েয় আছে। (আবূ দাউদ শরীফ)
১৮. চিত হয়ে শুয়ে পায়ের উপর পা উঠিয়ে আরাম করে শোয়া সুন্নত
মুবারক উনার অন্তর্ভুক্ত। (মুসলিম শরীফ)
১৯. রাতে কোন সময় ঘুম ভেঙ্গে গেলে ইস্তিঞ্জা,অযু করে,
অন্ততঃ দু রাকায়াত নামায আদায় করে ঘুমান সুন্নত মুবারক। (আবূ দাউদ শরীফ)
২০. ঘুম থেকে জাগ্রত হয়ে, দু হাতের গোড়ার দিক দিয়ে দু
চোখ রগড়িয়ে নেয়া সুন্নত মুবারক। (মিশকাত শরীফ)
২১.নিম্নোক্ত দোয়া পাঠ করুন-
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লদাযী আহ্ইয়া-না বা’দা মা
আমাতানা ওয়া ইলাইহিন নুশূর।
অর্থ: সকল প্রশংসা যিনি খলিক্ব মালিক রব মহান আল্লাহ
পাক উনার জন্য যিনি আমাদেরকে ঘুম থেকে জাগ্রত হওয়ার তাওফিক দান করেছেন। আর উনার নিকটেই
আমরা ফিরে যাবো।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ রাহাত উল্লাহ
mmm

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মীর মুহাম্মদ সরোয়ার সানজারী
আপনার জন্য শুভকামনা রইলো।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোঃ মুজিবুর রহমান
খুবই সুন্দর ও মানসম্মত একটি উপস্থাপনা। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য রইল শুভকামনা।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হান্নান আকতার
আপনার জন্য শুভকামনা রইলো।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মুহাম্মদ আবদুল করিম
কারো দেনা-পাওনা থাকলে হিসাব করে লিখে রাখা উচিত। লাইক, কমেন্ট ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মুহাম্মদ আবদুল কুদ্দুছ
সময়োপযোগী উপস্থাপনা,লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোহাম্মদ ইউনুচ মিয়া
খুবই সুন্দর উপস্থাপনা,লাইক, কমেন্ট ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মুহাম্মদ সিরাজুল মোস্তফা
রাতে কোন সময় ঘুম ভেঙ্গে গেলে ইস্তিঞ্জা,অযু করে, অন্ততঃ দু রাকায়াত নামায আদায় করে ঘুমান সুন্নত মুবারক। (আবূ দাউদ শরীফ)। আপনার জন্য শুভকামনা রইলো।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সাইরু আকতার
আপনার জন্য শুভকামনা রইলো।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

রহিমা আখতার
লাইক, কমেন্ট ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শিরিন আকতার
কারো দেনা-পাওনা থাকলে হিসাব করে লিখে রাখা উচিত। লাইক, কমেন্ট ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সালাহউদ্দিন নেজামী
শোয়ার পূর্বে বিসমিল্লাহ বলে নিম্নের কাজগুলো করা সুন্নত মুবারক। (ক) খাবারের পাত্র ঢেকে রাখা (খ) ঢেকে রাখার কিছু না পেলে বিসমিল্লাহ পড়ে অন্ততঃ তার মুখে একটি লাঠি বা ছড়ি রেখে দেয়া (গ) ঘরের দরজা বন্ধ করা (ঘ) স্বাভাবিক বাতি নিভিয়ে দেয়া। (বুখারী শরীফ)।লাইক, কমেন্ট ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মুহাম্মদ নুরুন্নবী
মিসওয়াক করতঃ অযু করে শয়ন করা সুন্নত মুবারক। (বুখারী শরীফ)। লাইক, কমেন্ট ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জয় কুমার বড়ুয়া
সুন্দর উপস্থাপনা,লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কাজী মোহাম্মদ নেজাম উদ্দিন
শয়ন করে নিম্নোক্ত দোয়া পাঠ করা- উচ্চারণ: আল্লাহুম্মা বিছমিকা আমূতু ওয়া আহ্ইয়া। পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হারাধন কর্মকার
মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মুহাম্মদ আলী আনছারী
শোয়ার পূর্বে বিসমিল্লাহ বলে নিম্নের কাজগুলো করা সুন্নত মুবারক। পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

চন্দনা রাণী বড়ুয়া
সুন্দর উপস্থাপনা,লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আবদুল কাদের
ঘুম থেকে জাগ্রত হয়ে, দু হাতের গোড়ার দিক দিয়ে দু চোখ রগড়িয়ে নেয়া সুন্নত মুবারক। লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোহাম্মদ ফরিদুল হক সিরাজী
লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোহাম্মদ শাহ আলম
মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার কনটেন্ট, ছবি, ব্লগ ও ভিডিও কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পরেশ কান্তি সাহা
চমৎকার উপস্থাপনা,পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

প্রবীর রঞ্জন চৌধুরী
শুভ কামনা রইল।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোঃ শফিকুল ইসলাম
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। আমার ৮৩তম কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত, রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোঃ শফিকুল ইসলাম
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। আমার ৮৩তম কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত, রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

রুমানা আফরোজ
🌷🌷🌷 লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। শিক্ষক বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত ১২৩ তম কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1375930

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোছাঃ আমেনা খাতুন
Best wishes.

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ফিরোজ আহমেদ
সুন্দর সংযোজন। লাইক, কমেন্ট ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমার বাতায়ন পরিবারে দাওয়াত রইলো। সবার সমর্থন ও পরামর্শ চাই। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মতামত দিন