প্লাস্টিকদূষণ একটি নিরবঘাতক

প্লাস্টিকদূষণ একটি নিরবঘাতক । প্লাস্টিক দূষণ হল পরিবেশ কর্তৃক প্লাস্টিক পদার্থের আহরণ যা পরবর্তীতে যে বন্যপ্রাণী , বন্যপ্রাণীর আবাসস্থল, এমনকি মানবজাতির ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে৷ । আমাদের জীবনে এ দূষণ ওতপ্রোতভাবে জড়িত এবং এর জন্য নিজেরাই অনেকাংশে দায়ী।
প্লাস্টিকদূষণ আমাদের জন্য শুধু একদিক থেকে ক্ষতিকর নয়, এটি বিভিন্নভাবে আমাদের জলবায়ুর ওপর বাজে প্রভাব ফেলে। প্রথমত, দূষিত প্লাস্টিক মাটির সঙ্গে মিশে যায় না। দ্বিতীয়ত, প্লাস্টিক উৎপাদনের সময় প্রচুর গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হয়। এক সমীক্ষায় দেখা গেছে, প্লাস্টিক উৎপাদনে প্রতিবছর প্রায় ১৭ মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার করা হয় এবং ১ কেজি প্লাস্টিক উৎপাদনে ৫-৬ কেজি কার্বন ডাই-অক্সাইড নিঃসরিত হয়। শুধু ঢাকার হিসাবে যদি চিন্তা করি, তাহলে ঢাকায় প্রতিবছর ৬৪৬ টন, মানে ৫ লাখ ৮৬ হাজার ৪১ কেজি প্লাস্টিক তৈরি হচ্ছে। ফলে কার্বন ডাই-অক্সাইড নিঃসরিত হচ্ছে ২৯ লাখ ৩০ হাজার ২০৫ কেজি! চিন্তা করুন, আমাদের সন্তানের জন্য কী রেখে যাচ্ছি !।বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, পৃথিবীজুড়ে প্রতি মিনিটে সাগরে গিয়ে মিশছে ১০ লাখ প্লাস্টিকের বোতল এবং প্রতিবছর সাগরে গিয়ে পড়ছে ১৩ মিলিয়ন টন প্লাস্টিক। এ রকম চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে সাগরে মাছের তুলনায় প্লাস্টিকের পরিমাণ বেড়ে যাবে। ফলে বিভিন্ন সামুদ্রিক প্রাণী মারা তো যাচ্ছেই, ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি, পানি ও জীববৈচিত্র্য। নষ্ট হয়ে যাচ্ছে বাস্তুসংস্থান। প্রভাব পড়ছে জলবায়ুতে। এর খানিকটা আঁচ আমরা বাংলাদেশে টের পাচ্ছি। ঋতুবৈচিত্র্য নষ্ট হয়ে গেছে অনেকটাই। কাঠফাটা রোদ বারবার অশনিসংকেত দিচ্ছে আমাদের।

সাম্প্রতিক মন্তব্য


ফিরোজ আহমেদ
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। আমার আপলোডকৃত এ পাক্ষিকের আজকের সমাবেশ ভিডিও সম্পর্কিত কনটেন্টটি, দেখে লাইক, রেটিংসহ ও আপনার সু-চিন্তিত মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল । কনটেন্টটির লিং-https://www.teachers.gov.bd/content/details/1376772

মোঃ শফিকুল ইসলাম
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। আমার ৮৩তম কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত, রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।

রুমানা আফরোজ
🌷🌷🌷 লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। শিক্ষক বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত ১২৩ তম কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1375930

মোঃ মুমিনুল হক
🌷🌷লাইক রেটিং সহ শুভকামনা রইলো। সুপ্রিয় বাতায়নপ্রেমী শিক্ষক-শিক্ষিকা, অ্যাম্বাসেডর, সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মগণ লাইক, রেটিংসহ আমার কন্টেন্ট দেখে আপনাদের সুপরামর্শ কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দুরত্ব বজায় রাখবেন এবং নিয়মিত মাস্ক পড়বেন।🌷🌷
মতামত দিন