Loading..

ব্লগ

রিসেট

১৬ মে, ২০২৫ ০৯:৩৪ অপরাহ্ণ

আমার স্কুল-My school.
আমার স্কুল
আমার স্কুল,আমার বাড়ি। যেই বাড়িতে আমি আমার সুখ খুজে পাই। প্রাণ ভরে নিঃশ্বাস নেই। আমার সকল আনন্দ খুজে পাই ছোট্ট শিশুদের মাঝে। ছাত্র-ছাত্রীদের হাসি, আনন্দের মাঝে আমার সফলতা। স্কুলের সময়টুকু আমার কেটে যায় এক রঙ্গিন স্বপ্নের মত করে। যখন স্কুল থেকে ফিরে আসি তখন মনে হয় এক মজার স্বপ্ন হঠাৎ করে শেষ হওয়ায়,না দেখা তৃপ্তির মত। আমি তো স্বপ্ন নিয়ে খেলা করি। আমার মন সারাদিন পরে থাকে স্কুলের সিমানায়।যেখানে খুজে পাই শিশুদের বড় হওয়ার স্বপ্ন। আমার স্কুল,আমার স্বপ্ন।.....
মন্তব্য করুন