Loading..

ব্লগ

রিসেট

১৬ জুন, ২০২৫ ০১:৫২ অপরাহ্ণ

স্তর পরিবর্তনে যুগে যুগে পরীক্ষা

পরীক্ষা এক আযব পদ্ধতি বা গেইট যা অতিক্রম করে যেতে হয় পরবর্তী স্তরে । কোন কালে এ পদ্ধতি চালু হয়েছিল তা জানা নেই, জানা নেই আবিস্কারকের নাম । স্তর বা অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে যুগ ‍যুগ ধরে এ পদ্ধতির প্রচলন হয়ে আসছে । শিক্ষাজীবনই হোক আর কর্মজীবনই হোক একটি স্তর থেকে আরেকটি স্তরে যেতে হলে দ্বারস্ত হতে হয় পরীক্ষা নাম গেইটের । ফলস্বরুপ পাওয়া যায় একটি পরিমাপ বা অর্জিত মানদন্ড । জীবনের এ ধাপ কতটা গুরুত্বপূর্ণ একমাত্র জীবনযুদ্ধে অংশগ্রহণকারী সফল ও বিফল ব্যক্তিবর্গই তা অনুধাবন করতে পারে।

  • প্রবাদ আছে – ‘‘ছাত্র জীবন সুখের জীবন,যদি না হত একজামিনেশন’’ । বাস্তবতার নিরিখে জীবনস্তর পরিবর্তনে পরীক্ষা পদ্ধতি কতটা গুরুত্বপূর্ণ তা প্রবাদ থেকেই বুঝা যায় । আসছে মাধ্যমিক পরীক্ষা ফলাফল ২০২৫ ,স্তর পরিবর্তনের এ গেইটটা যেন সবাই অতিক্রম করতে পারে সে প্রত্যাশা রেখে শেষ করছি আজকের লেখনি । 

মন্তব্য করুন