কবিতা (স্বরচিত):- শিক্ষক বাতায় ও মুক্তপাঠ
শিক্ষক বাতায়ন
বাতায়ন ও শিক্ষক বাতায়ন
তুমি শিক্ষকদের করেছো নতুন করে গঠন।
বাতায়ন ও শিক্ষক বাতায়ন
তুমি শিশুদের করেছো উজ্জীবন।
বাতায়ন ও শিক্ষক বাতায়ন
তুমি সদা প্রফুল্ল মন।
বাতায়ন ও শিক্ষক বাতায়ন
তুমি নতুনত্ব দিয়ে জাগিয়েছো মন।
বাতায়ন ও শিক্ষক বাতায়ন
তুমি শ্রেণিতে পাঠদানে করেছো আকর্ষণ।
বাতায়ন ও শিক্ষক বাতায়ন
তুমি সারা বাংলাদেশকে দিয়েছো চমকায়ন।
বাতায়ন ও শিক্ষক বাতায়ন
তুমি শিক্ষার উৎকর্ষকে করেছো সাধন।
বাতায়ন ও শিক্ষক বাতায়ন
তুমি সকল শিক্ষকের প্রাণে আছো সারাক্ষণ।
“মুক্তপাঠ”
মুক্তপাঠ, মুক্তপাঠ,
তোমাকে জানাই ধন্যবাদ।
প্রতিদিন দিচ্ছ তুমি নতুন নতুন কোর্স
তাতেই শিক্ষকরা হয়ে যাচ্ছে খুষ।
কোর্সগুলোতে আছে অনেক অনেক নতুনত্ব,
তা করে শিক্ষকরা পাচ্ছে অনেক অনেক তথ্য।
তুমি বহমান নদীর মত চলছো ছুটে সামনে
একদিন তোমার জয়ের নিশান উড়বে আকাশ পানে।
প্রতিদিন কত কোর্স নিয়ে এসো মুক্তপাঠে
কোর্স করে শিক্ষকেরা অনেক মজা পাচ্ছে।
কোর্স শেষে দিচ্ছ তুমি সার্টিফিকেট ও পয়েন্ট
তা পেয়ে শিক্ষকরা হয়ে যাচ্ছে একের সাথে অন্যের জয়েন্ট।
সকলের মাঝে করে নিয়েছো ঠাই
তাইতো তোমার কোন তুলনা নাই।
মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক
বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
saifkhaonbd@gmail.com#01715736319
মন্তব্যসমূহ
পৃষ্ঠাসমূহ