বাতায়ন সেরাঃ অসাধারন খেল
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের a2i কর্তৃক পরিচালিত শিক্ষকদের সেরা পোর্টালে নির্বাচিত সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতাদের অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন স্বনামধন্য তালুক শাখাতি উচ্চ বিদ্যালয়ে এ যাবত ০৫ জন সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হলেন। ১। জ্যোতিষ চন্দ্ রায় ২। দিলীপ কুমার রায় ৩। শুকলা রায় ৪। গীতা রায় ৫। নমিতা রায় - অসাধারন খেল দেখিয়েছেন, নিঃসন্দেহে অভিবাদন পাবার যোগ্য। সেইসাথে আশা করি এ বিদ্যাপীঠটি রাষ্টীয় পুরস্কার পাবার যোগ্য। এরকম প্রতিটি প্রতিষ্ঠানে হওয়া উচিত। একাগ্রতা, স্বদিচ্ছা থাকলে এরকম সাফল্য পাওয়া সম্ভব। আমরা কী এভাবে এগুতে পারিনা? শুভ কামনা রইল সবার জন্য। ধন্যবাদ।
আবু আব্দুর রহমান সিদ্দিকী
সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি)
জাগরণী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যাবীথি
নেওয়াশী, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
মন্তব্যসমূহ
পৃষ্ঠাসমূহ