Loading..

প্রকাশনা

২৬ জুন, ২০২১ ০৯:৩৫ অপরাহ্ণ

সাহিত্যের সংজ্ঞা

সাহিত্য  বলতে যথাসম্ভব কোনো লিখিত বিষয়বস্তুকে বুঝায়।  সাহিত্য শিল্পের একটি অংশ বলে বিবেচিত হয়, অথবা এমন কোনো লেখনী, যেখানে শিল্পের বা বুদ্ধিমত্তার আঁচ পাওয়া যায়, অথবা যা বিশেষ কোনো প্রকারে সাধারণ লেখনী থেকে আলাদা৷ মোটকথা, ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত  বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য।  ধরন অনুযায়ী সাহিত্যকে কল্পকাহিনী বা বাস্তব কাহিনি কিংবা পদ্য, গদ্য এই দুইভাগে ভাগ করা যায়। পদ্যের মধ্যে ছড়া, কবিতা ইত্যাদি, গদ্যের মধ্যে প্রবন্ধ, কবিতা, নাটক,  ইত্যাদি শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা যায়।  এছাড়াও অনেকে নাটককে আলাদা প্রধান শাখা হিসাবে অন্তর্ভুক্ত করেন। নাটকের মধ্যে নাটিকা, মঞ্চনাটক ইত্যাদিকে ভুক্ত করা যায়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি