এ, কে, এম, আই, খায়রুল আলম
সিনিয়র শিক্ষক
২২ মে, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ
সিনিয়র শিক্ষক
নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বিষয়ে ১০ম অধ্যায়ের “স্থিরতড়িতের ব্যবহার ” -এর উপর প্রেজেন্টেশনটি তৈরি করা হয়েছে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা, স্থির তড়িৎ চালিত যন্ত্রগুলোর নাম বলতে পারবে। তড়িৎ শক্তি সংরক্ষণে ধারকের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। স্থির তড়িৎ ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। প্রেজেন্টেশনটির সাথে হাইড করা স্লাইডে এবং প্রতিটি স্লাইডের নোটে প্রেজেন্টেশনটি শ্রেণিকক্ষে ব্যবহারের কিছু প্রয়োজনীয় পরামর্শ দেয়া আছে। আশা করি ব্যবহারকারী শিক্ষকগণ দয়া করে তা দেখে নেবেন।