৮ম_শ্রেনীর বাংলাদেশ ও বিস্বপরিচয়
জঁ-জাক রুসো
![]() | |
যুগ | ১৮শ শতকের দার্শনিক (আধুনিক দর্শন) |
---|---|
অঞ্চল | পাশ্চাত্য দার্শনিক |
ধারা | সামাজিক চুক্তি তত্ত্ব |
আগ্রহ | রাজনৈতিক দর্শন, সঙ্গীত, শিক্ষা, সমাজবিজ্ঞান, সাহিত্য |
অবদান | সাধারণ ইচ্ছা, বিশুদ্ধ প্রেম (amour-propre), সামাজিক চুক্তি, মানবতার স্বাভাবিক ভালত্ব |
জঁ-জাক রুসো[১] (ফরাসি: Jean-Jacques Rousseau; ২৮শে জুন ১৭১২ – ২রা জুলাই ১৭৭৮) ফরাসি দার্শনিক, সমাজবিজ্ঞানী এবং আলোকিত যুগের অন্যতম প্রবক্তা। রুসোর রাজনৈতিক চিন্তাধারা ফরাসি বিপ্লবকে যেমন প্রভাবিত করেছে, তেমনি পরবর্তীকালে জাতীয়তাবাদের বিকাশেও ভুমিকা রেখেছে। জন্মসূত্রে সুইজারল্যান্ডের অধিবাসী হলেও রুসো ছিলেন ফরাসি জ্ঞানালোক আন্দোলনের অন্যতম প্রতিনিধি এবং ইউরোপের প্রগতিবাদী ও গণতান্ত্রিক সমাজচেতনার প্রধান পৃষ্ঠপোষক।[২]। তিনি আত্মজৈবনিক রচনাশৈলীতে আধুনিক ধারার সূত্রপাত করেন এবং তার লেখনীতে মন্ময়ী (subjective) চেতনার বিকাশের প্রভাব হেগেল ও ফ্রয়েডসহ অনুবর্তী অনেক চিন্তাবিদের মাঝেই সুস্পষ্ট। তার রচিত উপন্যাসগুলি ছিল একদিকে অষ্টাদশ শতকের জনপ্রিয় বেস্টসেলার এবং একই সাথে সাহিত্যে রোমান্টিকতাবাদের অন্যতম উৎস। তাত্ত্বিক ও সুরকার হিসাবে পাশ্চাত্য সঙ্গীতেও তার অসামান্য অবদান

মতামত দিন


মোঃ মুজিবুর রহমান
লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

রোকসানা আক্তার
শুভকামনা জানাচ্ছি। আমার বাতায়ন বাড়ি ঘুরে আসার আমন্ত্রণ জানাচ্ছি

সন্তোষ কুমার বর্মা
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।
সাম্প্রতিক মন্তব্য