Loading..

প্রেজেন্টেশন

০১ জুলাই, ২০২১ ০৭:৫৭ অপরাহ্ণ

আশা (নবম-দশম শ্রেণি)

রক্তচোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো
আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি
কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাপি
আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি
তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া
তুমি বাংলা ছাড়ো।
                                                     - সিকান্‌দার আবু জাফর

ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । 

করোনার সেকেন্ড ওয়েভে নিচে সচেতন হোন, বার বার সাবান দিয়ে হাত ধোন 


আজ উপস্থাপন করছি নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বই-এর  বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক সিকানদার আবু জাফর রচিত "আশা" কবিতাটি।


শিক্ষার্থী শিখতে পারবে -

    ১. কবি সিকান্‌দার আবু জাফর সম্পর্কে বলতে পারবে ।

    ২. কঠিন শব্দের অর্থ বলতে পারবে ।

    ৩. “অর্থ বা বিত্ত সুখের মাপকাঠি না” – কবিতার আলোকে বিশ্লেষণ করতে পারবে । 


    নবম-দশম শ্রেণির সাহিত্য কণিকা: পদ্যাংশের লিংক সমূহ -

    ১। বঙ্গবাণী   

    ২। কপোতাক্ষ নদ  

    ৩। জীবন সঙ্গীত   

    ৪। জুতা-আবিস্কার

    ৫। ঝর্ণার গান

    । মানুষ

    ৭।সেই দিন এই মাঠ

    ৮। পল্লিজননী


    নিবেদক,

    আব্দুল্লাহ আত তারিক

    *** জেলা অ্যাম্বেসেডর, মাগুরা সদর, মাগুরা ***

    *** সেরা কনটেন্ট নির্মাতা মার্চ - ২০২১ ***

    *** a2i - Aspire to Innovate ও বাংলা ভাষা শিক্ষক পর্ষদের যৌথ উদ্যোগে ব্যাবহারিক বাংলা বানান ও প্রমিত উচ্চারণচর্চা বিষয়ক ২ (দুই) দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণে ৬ষ্ঠ স্থান ***