Loading..

ম্যাগাজিন

০৬ জুলাই, ২০২১ ০২:২৫ অপরাহ্ণ

ইসলামে হজ্জ ও কুরবানীর গুরুত্ব

ইসলামে সালাত, সাওম ও যাকাতের ন্যায় হজ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরয ইবাদত। হজ্জ বলতে সামর্থ্যবান জ্ঞানবান বুদ্ধিমান মুসলমানদের উপর জীবনে অন্তত একবার এহরাম অবস্থায় নয়-ই জিলহজ্জ আরফার ময়দানে অবস্থান ও পবিত্র কাবা ঘরের যিয়ারত সহ অন্যান্য বিধি বিধান পালনকে বুঝানো হয়। যে কোন সামর্থ্যবান মুমিনের জন্য এ ইবাদত পালন করা ফরয। যেমনটি পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন: সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর সস্তুষ্টির জন্য বায়তুল্ল¬াহর হজ্জ করা ফরয। আর যে কুফরী করে, তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। [আলে-ইমরান: ৯৭] ইসলামের মৌলিক ইবাদতসমূহ দুধরণের। এক-দৈহিক ইবাদত, যেমন নামায, রোযা। দুই-মালের ইবাদত, যেমন সদকা, যাকাত দান-খয়রাত প্রভৃতি। কিন্তু হজ্জ এমন একটি মৌলিক ইবাদত যাতে উভয় বৈশিষ্ট্যই বিদ্যমান। অর্থাৎ এটি মালেরও ইবাদত এবং দেহেরও ইবাদত। যদিও এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুয়তী জীবনের শেষের দিকে ফরয ইবাদত হিসেবে নির্ধারণ করা হয়, কিন্তু  মাক্কী সূরা সমূহেই এ প্রসঙ্গে পূর্ব থেকেই আলোচনা শুরু করা হয়। যেমন- আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন: যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাযির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিয্ক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ-দরিদ্রকে খেতে দাও। [আল-হাজ্জ: ২৮]    

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি