Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৭ জুলাই, ২০২১ ০২:১১ পূর্বাহ্ণ

আমার চাকুরীজীবনের ৫ বছর পূর্ণ হল।

❤❤ আল্লাহ মহান ❤❤ আমার কর্মজীবনের পাঁচ বছর পূর্ণ হলো। প্রতিটি মুহুর্তে চেষ্টা করি নিষ্পাপ কচিমুখ গুলোদের জন্য কিছু করতে। হ্যা আমি ২০১৬ সালে ২৮ এ জুন প্যালেন থেকে নিয়োগ প্রাপ্ত জাতীয়করণ বিদ্যালয়ের সহকারী  শিক্ষক। এমন বিদ্যালয়ের করুণ চিত্র সবারই জানা। শিক্ষক পেশাটাকে গায়ে জড়িয়ে পণ করেছি আমি ভালো শিক্ষক হবো। জানি কখনো আদর্শ শিক্ষক হতে পারবো না।আদর্শ হওয়ার মত শ্রম, ধৈর্য আমার নেই। তাই তো ভালো শিক্ষক হওয়ার পণ করেছি।সে লক্ষ্যে আমার কর্মরত বিদ্যালয়কে আমি দশটা বিদ্যালয়ের সাথে তুলনা করে কাজ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি । শিক্ষার্থীদের পরিপূর্ণ শিখফল অর্জনে তাদের পড়ালেখা ও সৃজনশীল কাজে আগ্রহী হতে অনেক আয়োজনে আমার  পক্ষ থেকে গিফট,ডেকোরেশন ও ব্যানার উপস্থাপন করেছি। আমার  এমন ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজন গুলো দুটি বিদ্যালয়ের আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যার ও মেডাম ও সকল শিক্ষক পাশে ছিলেন বলে কল্পনার কার্যক্রম গুলো বাস্তবে সম্ভব হয়েছে এবং সম্ভব হচ্ছে। 

ছোট্ট জীবনে ছোট্ট ছোট্ট স্বপ্ন গুলো পূরণ করার মাঝে খুঁজে পাই সুখ,,আনন্দ ভালবাসা। 

দোয়া করবেন অলসতার ছায়া যেনো গায়ে না পড়ে। হৃদয়ে ভর না করে।।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি