Loading..

ভিডিও ক্লাস

০৮ জুলাই, ২০২১ ০৩:২২ পূর্বাহ্ণ

গোলাপি রেইন লিলি

বাসার সামনেই ফুলগুলো ফোটে রঙিন  করেছে  আঙিনা♥♥

★★গোলাপী ঘাস ফুল

দ্বিপদ নাম:Zephyranthes rosea.

কন্দক জাতীয় লিলি পরিবারভুক্ত গাছ। এদের ইংরাজী নাম Rosy Rain lily, Rose Fairy Lily, Rose Zephyr Lily বা pink rain lily। এই প্রজাতিটি বাগানের বাহারি উদ্ভিদ হিসেবে বাগানের জন্য লাগানো হয়ে থাকে।


সাধারণত সকলে পেঁয়াজ ফুল নামেই চিনে ।কিন্তু বইয়ের নাম ভুঁই চাঁপা ।

 

বছরে একবার ফুল ফোটে,বর্ষাকালে ।

পাতার রং সবুজ ।

 এই ধরনের ফুল গাছের ডাল থেকে হয় না, মাটি ফুঁড়ে ফুলের স্টিক বেরোয়। 

এদের ফুল সাদা, হলুদ ও গোলাপী রঙের হতে পারে।ফুলের ফলন খুব ভাল হলে পাপড়ি সাত থেকে আটটি হতে পারে ।

 মাটির নিচে পেঁয়াজের মত দেখতে কন্দ হয় ।আর কন্দ থেকেই বংশ বৃদ্ধি করে ।সারা বছরে একবারই ফুল ফোটে ।

বীজ হয় কিন্তু বীজ থেকে বংশ বৃদ্ধি হয় না ।

গোলাপী ভুঁই চাঁপায় এক ধরনের ক্যাটারপিলার বা লার্ভা হয় ঝাঁকে ঝাঁকে। পাতা খেয়ে শেষ করে ফেলে। এগুলো এক প্রকার মথের ক্যাটারপিলার। তার নাম লিলি মথ। এই লিলি মথের লার্ভাগুলি শালিক পাখির প্রিয় খাদ্য।পাতা খেয়ে ফেললে ফুল ভাল হয় না ।