Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৮ জুলাই, ২০২১ ১২:০২ অপরাহ্ণ

শিক্ষায় গুগল মিট ব্যবহার এক অবিস্মরণীয় ইতিহাস

গুগল এর গুগল মিট একটি আদর্শ ভিডিও কনফারেন্স টুল। সাধারণ সব ফিচার এর পাশাপাশি বাড়তি সুবিধা প্রদানের মাধ্যমে গুগল মিট অন্যসব ভিডিও কনফারেন্সিং অ্যাপস থেকে নিজেকে আলাদা করতে সক্ষম হয়েছে। গুগল হ্যাং আউট কে পরিবর্তন করে গুগল মিট করা হয়েছে। ভিডিও কনফারেন্সিং অ্যাপস এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। 

গুগল অ্যাকাউন্ট আছে এমন যে কোন ব্যাক্তি এখন সর্বাধিক ১০০জন ব্যবহারকারি নিয়ে অনলাইনে মিটিং করতে পারেন ও প্রতি মিটিংয়ের সময়সীমা ৬০মিনিট পর্যন্ত হতে পারে। ব্যবসা, স্কুল ও অন্যান্য সংস্থা বিভিন্ন উন্নত ফিচার ব্যবহার করার সুযোগ নিতে পারে।

আপনার অনলাইন মিটিংয়ে অন্যান্যদের আমন্ত্রণ জানানোঃ আপনি যাকে মিটিংয়ে যোগ দেওয়াতে চান , তাকে একটি লিংক বা মিটিং কোড পাঠান। Google Meet ফ্রি ভার্সনে , অতিথিদের মিটিংয়ে যোগ দেওয়ার জন্য, হয় তাদের একটি Google অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা আগে থেকে তৈরি করা কোন Google অ্যাকাউন্ট-এ সাইন-ইন করতে হবে।

গুগল মিট এ মিটিং তৈরি করা অত্যন্ত সহজ। এইজন্য কোন ব্যাক্তির দরকার পড়বে একটি গুগল অ্যাকাউন্ট এবং ইন্টারনেট সংযোগ।

 ইন্টারনেট সংযোগের ব্রাউজার থেকে গুগল মিট মিটিং তৈরি করতে যা যা প্রয়োজন হবেঃ

# http://meet.google.com এ প্রবেশ করুন।

# New meeting এক্লিক করুন এবং প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করুন।

#এছাড়া ও https://meet,new লিঙ্কে প্রবেশ করার মাধ্যমে এক ক্লিকেই নতুন মিটিং তৈরি করে যায়।

জিমেইল থেকে গুগল মিট এ মিটিং তৈরি করতেঃ

=> জিমেইলে প্রবেশ করুন

=>বাম দিকে থাকা মেনু থেকে start a meeting  অপশনে ক্লিক করলেই নতুন মিটিং তৈরি হয়ে যায়।

স্মার্ট ফোন থেকে গুগল মিটে মিটিং তৈরি করতেঃ

# প্লে-স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে গুগল মিট অ্যাপস ইনস্টল করুন।

# ইন্সটল এর পর অ্যাপ ওপেন করে কাঙ্খিত জিমেইল একাউন্ট দ্বারা লগ-ইন করুন।

# New meeting এ ক্লিক করলেই নতুন মিটিং চালু হয়ে যাবে।

একটি মিটিং তৈরি করার পর স্বয়ংক্রিয়ভাবেই একটি Link জেনারেট হয়, যা ব্যবহার করে অন্যান্য অংশগ্রহণকারীরা মিটিংয়ে জয়েন করতে পারে। গুগল ক্যালেন্ডার বা জি-মেইল শিডিউলে থাকা  এবং মিটিং এ ইনভাইটেড থাকা ব্যাক্তিদের কাছে লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবেই চলে যাবে।



আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি