Loading..

প্রেজেন্টেশন

১০ জুলাই, ২০২১ ০৪:২৬ অপরাহ্ণ

রাজকোষ ও কোটালের গল্প। আনন্দে গণিত শিখি। বিয়োগ: ২ অঙ্কের সংখ্যা । ৩.৩ নিজে করি (৩৩ পৃষ্ঠা) । ২য় অংশ

গল্প: রাজকোষ ও কোটাল 


এক দেশে এক রাজা ছিলো। রাজার নাম হবুচন্দ্র। খামখেয়ালি রাজা তার রাজ্যে শুধু তিন ধরনের টাকার নোট প্রচলন করেন; 1 টাকা10 টাকা আর 100 টাকা


রাজ্যে আরেকটি অদ্ভুত নিয়ম ছিলো,

কেউ নিজের কাছে এক রকমের 9 টির বেশি নোট একসাথে রাখতে পারবেনা


টাকা নেওয়াদেওয়া বা ভাঙানোর জন্য প্রজারা রাজকোষে আসে। রাজকোষ দেখাশোনার কাজ করে রাজার কোটাল। প্রজাদের দরকার মত কোটাল 10 টি ১ টাকার নোটের বদলে 1 টি 10 টাকার নোট দিবে


কোটালকে কিভাবে বদল করবে সেটাও বলে দিতে হয়


কেউ রাজার নিয়ম না মানলে তার হবে কঠোর শাস্তি। 



গল্পটির মাধ্যমে শিশু মনে খেলার ছলে এক টাকা=একক ও ১০ টাকা=দশক -এর আইডিয়া দেওয়া যায়। শিশু আনন্দে গণিতের বিশেষ প্রক্রিয়া হাতে রেখে/না রেখে যোগ ও বিয়োগের ধারণা লাভ করে।


বিঃদ্রঃ স্লাইডে NikoshBan ফন্ট ব্যবহার করা হয়েছে।