Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১২ জুলাই, ২০২১ ১২:৪৯ পূর্বাহ্ণ

শিক্ষকতা জীবনের এই পর্যায়ে এসে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক হিসেবে মনোনীত হলাম

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শিক্ষকতা জীবনের এই পর্যায়ে এসে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক হিসেবে মনোনীত হলাম।

 

শিক্ষা মন্ত্রণালয়,

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ,

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই), বোর্ড বাজার, গাজীপুর কর্তৃক মাদ্রাসা শিক্ষকগণের (সহকারী মৌলভী, আরবি প্রভাষক ও সহকারি অধ্যাপক) জন্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়ে আসছে নতুন আঙ্গিকে ও সুনামের সাথে।

এরই ধারাবাহিকতায় আমি তৃতীয় ব্যাচের (আরবি প্রভাষক ও সহকারি অধ্যাপক) প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করি ও সফলভাবে কোর্স সম্পন্ন করতে সক্ষম হই আলহামদুলিল্লাহ।

 

বিগত তিনটি কোর্সের কিছু বিজ্ঞ ও চৌকস সম্মানিত শিক্ষকমন্ডলীকে পরবর্তীতে কোর্সগুলো পরিচালনার জন্য মনোনীত করা হয়।

 

আমাদের তৃতীয় ব্যাচ থেকে আমরা দুজন- আমি আব্দুল আলীম, প্রভাষক (আরবি), পাতাড়ী ফাযিল মাদ্রাসা, সাপাহার, নওগাঁ

 

জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মারুফ, প্রভাষক (আরবি), বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা, বোয়ালখালী, চট্টগ্রাম।

 

আমাদের দুজনকে পরবর্তী কোর্স পরিচালনার জন্য "সহকারি প্রশিক্ষক" হিসাবে মনোনীত করায় সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি যার অশেষ কৃপায় এ সম্মান অর্জন করতে সক্ষম হই।

 

তারপর অকৃত্রিম শ্রদ্ধা, ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁদের সকলের প্রতি যারা বাংলাদেশে আরবি ভাষাকে প্রতিষ্ঠার লক্ষ্যে নির্ঘুম কাজ করে চলেছেন। বিশেষ করে-

 

*      কোর্স পরিচালক : জনাব মোঃ মাকসুদুর রহমান স্যার, সাবেক জয়েন্ট সেক্রেটারি, শিক্ষা মন্ত্রণালয়।

 

*      কোর্স সমন্বয়ক : জনাব মাহমুদুল হক স্যার, সহযোগী অধ্যাপক, বিএমটিটিআই।

 

*      কোর্স সমন্বয়ক : জনাব ড. মুসলেহ উদ্দিন স্যার, সহকারি অধ্যাপক, বিএমটিটিআই।

 

*      কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা অধিদপ্তর, প্রাণের বিএমটিটিআই, সম্মানিত সকল প্রশিক্ষক, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি যারা আমাদের দুজনকে সহকারি প্রশিক্ষক হিসেবে বিবেচনা করেছেন।

 

*      এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় প্রতিষ্ঠান পাতাড়ী ফাযিল মাদ্রাসা পরিবারের প্রতি। বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয় জনাব সানাউল্লাহ স্যারের প্রতি যিনি আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আগলে রেখেছেন।

 

?স্বপ্ন: আরবিই হবে শ্রেণিকক্ষের একমাত্র ভাষা।

?উদ্দেশ্য: জিহ্বায় জিহ্বা রাখা।(অর্থাৎ আরবি ভাষাকে অন্তর থেকে বের করে মুখের ভাষায় রূপান্তরিত করা)

?স্লোগান: আরবি বিশ্বের সহজতম ভাষা।

উল্লেখিত তিনটি বিষয়কে ধারণ করে আমাদের আন্তরিকতা, আমানতদারিতা ও পেশাদারিত্ব দিয়ে যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এজন্য মহান আল্লাহর কাছে সকলের নিকট দোয়া চাই।

বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আরবি বিষয়ের যুগোপযোগী পাঠদানের মাধ্যমে ছাত্র সমাজকে দেশে ও দেশের বাইরে প্রতিষ্ঠিত করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য- উদ্দেশ্য।

হে আল্লাহ কোরআন ও হাদিসের ভাষা আরবিকে বাংলাদেশের সর্বস্তরে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে এর লক্ষ্য-উদ্দেশ্য যেন দ্রুত সময়ের মধ্যে পূরণ হয় সে তাওফিক তুমি দান কর। আমিন।

 

আব্দুল আলীম

ডিপ্লোমা ইন এরাবিক, এম.এ (ডাবল), এম.ফিল

প্রভাষক (আরবি) পাতাড়ী ফাযিল মাদ্রাসা, সাপাহার, নওগাঁ ও

ICT4E জেলা অ্যাম্বাসেডর, নওগাঁ।

মোবাইলঃ 01749944418

বাতায়ন আইডি: [email protected]

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি