Loading..

খবর-দার

২০ জুলাই, ২০২১ ০৮:৩১ অপরাহ্ণ

ঈদ মোবারক বা ঈদ মুবারক

ঈদ মোবারক বা ঈদ মুবারক হলো মুসলিমদের একটি ঐতিহ্যবাহী শুভেচ্ছাবাক্য, যেটি ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় পরস্পরকে বলে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়ে থাকে। “ঈদ” শব্দের অর্থ আনন্দ বা উদযাপন; আর “মোবারক” শব্দের অর্থ কল্যাণময়। সুতরাং “ঈদ মোবারক” শব্দের অর্থ হলো ঈদ বা আনন্দ উদযাপন কল্যাণময় হোক।

ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা:– ইসলাম ধর্মের সব থেকে পবিত্র উৎসব গুলির মধ্যে একটি হলো ঈদুল আযহা। ঈদুল আযহা বা কোরবানি ঈদ কে ত্যাগের উৎসব বলা হয়। এই দিনে সকলেই তার প্রিয় বস্তুকে আল্লাহর নামে কোরবানি করে। এই খুশির ঈদে প্রিয়জনদের সোশ্যাল মিডিয়ায় মন খুলে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠান আমাদের এই সেরা শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ঈদের এসএমএস ছবি এবং পিকচার এর মাধ্যমে।

প্রতিবছরই দুবার করে ঈদ উৎসব পালন করা হয়। প্রথমবার, পবিত্র রমজান মাসে এক মাস রোজা রাখার পরে ঈদুল ফিতর পালন করা হয়। আর দ্বিতীয়বার ইসলামি চান্দ্র পঞ্জিকায় জ্বিলহজ্জের ১০ তারিখে “ঈদুল আযহা” পালন করা