Loading..

প্রকাশনা

২৮ জুলাই, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ

করোনা, অভিজিৎ কুমার মণ্ডল, (সহকারী শিক্ষক), বি এ অনার্স, এম এ বি এড, এম এড , বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। মোবাইল নং- ০১৭৬৬-৯৯৪২৪১, ০১৯৭৬-৯৯৪২৪১

"করোনা"

অভিজিৎ কুমার মন্ডল

 

 

তিনটি বর্ণে একটি শব্দ করোনা,

ব্যথিত করেছে সকল মানুষের বাসনা।

কত মানুষকে তুমি করেছো পথের বিবাগী,

তবুও তমি হওনি শান্ত,ছুটেছো ধ্বংসের লাগি।

কত ঘর তুমি ভেঙেছো গড়নি নতুন কোন ঘর,

মানুষে মানুষে করেছো ভেদাভেদ, করেছো তাদের পর।

 

কত রমনীর সিঁথির সিঁদুর মুছে দিয়েছো তুমি করোনা,

কত পরিবারে সুখ দাওনি, দিয়েছো শুধুই বেদনা।

 

প্রতিদিন মানুষ স্বপ্ন দেখছে পাবে একটি নতুন সকাল,

স্বপ্ন ভেঙে দেখছে সবাই, এ যেনো দুঃখের আকাল।

 

এবার তুমি শান্ত হও স্তব্ধ হও করোনা,

এনে দাও সুখ, এনে দাও শান্তি,

আর দিওনা বেদনা।

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি