Loading..

প্রেজেন্টেশন

২৯ জুলাই, ২০২১ ০৭:০২ অপরাহ্ণ

ভার্চুয়াল স্কুল
করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তৈরী করা হয়েছে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় 'ভার্চুয়াল স্কুল'। ফেইসবুক ও ইউটিউবে ক্লাস নেবার ফলে শিক্ষার্থীরা প্রশ্ন করার সুযোগ পেত না। তাই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া ঘটানো জন্য এই ‌ভার্চুয়াল স্কুল' তৈরী। প্রতিটি ক্লাসের প্রতি শাখার জন্য একটি করে আই ডি তৈরী করা হয়।সেখানে সকল শিক্ষার্থীর নম্বর এড করা হয়,যাতে শিক্ষার্থীরা সহজেই ক্লাস করার লিংক পেয়ে যায়। একটি মাত্র ক্লিক করে ক্লাসে সংযোগ হতে পারে।আমরা প্রায় ৬০-৬৫ভাগ শিক্ষার্থীকে এর আওতায় নিয়ে এসেছি। শিক্ষক এবং শিক্ষার্থী ভার্চুয়াল স্কুলে বেশ আনন্দের সাথে শিক্ষা কার্য্ক্রম চালিয়ে যাচ্ছে।যদিও অনেক প্রতিকূলতা রয়েছে। তারপরও ভার্চুয়াল স্কুলটি বেশ সফলতা লাভ করেছে।