Loading..

খবর-দার

৩০ জুলাই, ২০২১ ০৭:৫৭ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজের চলমান ছুটি আরও এক মাস বাড়িয়েছে সরকার।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজের চলমান ছুটি আরও এক মাস বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ অগাস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়।

কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ায় গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

মহামারী পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফা পরিকল্পনা নিয়েও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানো যায়নি।

ভারতে পাওয়া করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় সর্বশেষ ৩১ জুলাই পর্যন্ত ছুটি বাড়িয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে করোনাভাইরাস পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসার ছুটি বাড়ানো হয়েছে।

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শ করে এই ছুটি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়