Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

৩১ জুলাই, ২০২১ ০৯:৪১ পূর্বাহ্ণ

ধর্মপালের গড়

ধর্মপালের গড়

নীলফামারী  জেলার জলঢাকা উপজেলার দেওনাই নদীর পূর্বতীরে ধর্মপাল ইউনিয়নে গড় ধর্মপাল গ্রামে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম ধর্মপালের গড় (Dharmapal Gar)। ১৯৯০ সালে এখানে খনন কাজ শুরু করা হলে তা পুরোপুরি সম্পন্ন হয়নি। পরবর্তীতে ২০১৬ সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পুনঃখনন করলে ধর্মপাল গড় আবিষ্কৃত হয়।

ঐতিহাসিক সূত্রানুসারে, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পালের মৃত্যুর পর তাঁর পুত্র ধর্মপাল রাজ সিংহাসনে বসলে রাজ্য পরিচালনার জন্য জলঢাকা উপজেলা থেকে ২০ কিলোমিটার দূরে রাজধানী স্থাপন করেন। পরবর্তীতে বহিঃশত্রুর হাত থেকে রাজধানীকে রক্ষার জন্য চারপাশে মাটির প্রাচীর গড়ে তোলেন। তখন থেকে এই স্থানের নামকরণ করা হয় ধর্মপালের গড়। এই গড় থেকে ১ মাইল পূর্বে পাল আমলের রাজধানীর ধ্বংসাবশেষ ও প্রাচীন বৌদ্ধ মন্দির পাওয়া যায়। এছাড়া প্রায় ৩৩ বিঘা জায়গা জুড়ে বিস্তৃত চন্দনপাঠের দীঘি এখনো পাল আমলের স্মৃতি ধারণ করে চলছে। বর্তমানে এই ধ্বংসাবশেষের কাছে গড় ধর্মপাল নামের আবাসন প্রকল্প গড়ে উঠেছে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি