Loading..

প্রেজেন্টেশন

১২ আগস্ট, ২০২১ ০৯:৫০ পূর্বাহ্ণ

কুঁজো বুড়ির গল্প (৪র্থ পাঠ)

এই পাঠ শেষে শিক্ষার্থীরা......

শোনাঃ

১।১।১বর্ণ ও যুক্তবর্ণ সহযোগে তৈরি শব্দ শুনে স্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে।

১।৩।৪ প্রশ্ন শুনে বুঝতে পারবে।

বলাঃ

১।১।১ যুক্তবর্ণ দিয়ে  গঠিত শব্দ স্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে।

১।৩।২ প্রশ্ন করতে ও উত্তর দিতে পারবে।

পড়াঃ

১।৩।১ যুক্তবর্ণসহযোগে তৈরি শব্দ স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে।

১।৫।১ বিভিন্ন বিরামচিহ্ন চিনে সাবলিলভাবে বাক্য ও চরণ পড়তে পারবে।

লেখাঃ

১।৪।১ যুক্তব্যঞ্জন ভেঙ্গে দেখাতে পারবে।
১।৪।২যুক্তব্যঞ্জন ব্যবহার করে শব্দ লিখতে পারবে।

১।৫।১ পাঠে ব্যবহৃত শব্দ দিয়ে নতুন নতুন বাক্য লিখতে পারবে।