Loading..

ভিডিও ক্লাস

০২ সেপ্টেম্বর, ২০২১ ১১:৫৭ অপরাহ্ণ

১৯৪০ সালের লাহোর প্রস্তাব কি?

১৯৪০ সালের লাহোর প্রস্তাব কিঃ-

উত্তরঃ বৃটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ ঘটনা।১৯৩৫ সালের ভারত শাসন আইন ভারত বাসীর আশা-আকাঙ্খা পূর্ণ করতে ব্যার্থ হলে কগ্রেসমুসলিম লীগ এই আইনকে বর্জন করে,ফলে ভারতে শাসনতান্ত্রিক সংকট দেখা দেয়১৯৩৭ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যৌথ মন্ত্রী সভা গঠন করেন ১৯৩৭-৩৯ সালের কংগ্রেস শাসনের তিক্ত অভিজ্ঞতা হতে মুসলিম লীগ নেতৃবৃন্দ ভারতের মুসলমানদের ভবিষ্যভাগ্য নির্ধারনের জন্য নতুনভাবে চিন্তা-ভাবনা শুরু করেন এবং পূর্ণ স্বয়ত্ব-শাসনের দাবীর স্থলে স্বাধীন রাষ্ট্র গঠনের চিন্তা শুরু করেনএরই পেক্ষিতে নিখিল ভারত মুসলিম লীগের এক দ্বি-বার্ষিক সম্মেলন ১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্তানের লাহোরে অনুষ্টিত হয়উক্ত সম্মেলনে বাংলার অভিসংবাদিত নেতাকৃতি সন্তান শেরে বাংলা এ,কে, ফজলুল হক যে প্রস্তাব পাঠ করেন ,সেই প্রস্তাবই লাহোর প্রস্তাব নামে খ্যাত