Loading..

প্রেজেন্টেশন

০৪ সেপ্টেম্বর, ২০২১ ০৩:০১ অপরাহ্ণ

আমার পরিচয় (নবম-দশম শ্রেণি)
কিছু শব্দ উড়ে যায়, কিছু শব্দ ডানা মুড়ে থাকে,
তরল পারার মতো কিছু শব্দ গলে পড়ে যায়।
এমন সে কোন শব্দ নক্ষত্রের মতো ফুটে থাকে_
তুমি কি দেখেছো তাকে হৃদয়েশ্বরের আয়নায়?
- সৈয়দ শামসুল হক

বাংলা সাহিত্যজগতে সৈয়দ শামসুল হকের পরিচয় ‘সব্যসাচী লেখক’ হিসেবে। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন কবিতা, গল্প, উপন্যাস এবং নাটকসহ শিল্প-সাহিত্যের নানা অঙ্গনে। বাঙ্গালি মধ্যবিত্ত সমাজের আবেগ-অনুভূতি-বিকার সবই খুব সহজ কথা ও ছন্দে উঠে এসেছে তার লেখনীতে। তার প্রথম প্রকাশিত লেখাটি ছিল একটি গল্প। যা প্রকাশিত হয়েছিল ১৯৫১ সালে ‘অগত্যা’ নামে একটি ম্যাগাজিনে । এরপর তার প্রতিভার স্বাক্ষর রাখেন সাহিত্যের নানা ক্ষেত্রে। ১৯৬৬ সালে পান বাংলা একাডেমি পুরস্কার।নাট্যকার হিসেবেও সৈয়দ শামসুল হক ছিলেন দারুণ সফল। বিশেষ করে তাঁর রচিত দুটি কাব্যনাট্য ‘নুরলদিনের সারাজীবন’ এবং ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ বাংলা নাটকে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে।


আজ উপস্থাপন করছি নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বই-এর সৈয়দ শামসুল হক  রচিত 
"আমার পরিচয়" কবিতাটি।

শিক্ষার্থী শিখতে পারবে -

১ । কবি সৈয়দ শামসুল হক এর জীবন সম্পর্কে বর্ণনা করতে পারবে ।

২ । কঠিন শব্দের অর্থ বলতে পারবে ।

3 । কবিতাটি প্রমিত উচ্চারণে পড়তে পারবে ।

৪ । সৈয়দ শামসুল হক গভীর মমত্বের সঙ্গে যে ইতিহাস ,ঐতিহ্য ও সংস্কৃতির কথা বলেছেন তা ব্যাখ্যা করতে পারবে ।


নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য : পদ্যাংশের লিংক সমূহ -

১। বঙ্গবাণী   

২। কপোতাক্ষ নদ  

৩। জীবন সঙ্গীত   

৪। জুতা-আবিস্কার

৫। ঝর্ণার গান

। মানুষ

৭।সেই দিন এই মাঠ

৮। পল্লিজননী

৯। আশা

১০। আমি কোনো আগন্তুক নই

১১। রানার

১২। তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা

নিবেদক,

আব্দুল্লাহ আত তারিক

*** জেলা অ্যাম্বেসেডর, মাগুরা সদর, মাগুরা ***

*** সেরা কনটেন্ট নির্মাতা মার্চ - ২০২১ ***

*** a2i - Aspire to Innovate ও বাংলা ভাষা শিক্ষক পর্ষদের যৌথ উদ্যোগে ব্যাবহারিক বাংলা বানান ও প্রমিত উচ্চারণচর্চা বিষয়ক ২ (দুই) দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণে ৬ষ্ঠ স্থান ***