Loading..

খবর-দার

০৭ সেপ্টেম্বর, ২০২১ ০৪:২৬ অপরাহ্ণ

পৃথিবীর সবচাইতে বড় ফুল।
img
Ayasha Siddiqua

সহকারী শিক্ষক

এই পৃথিবীতে কিছু কিছু জিনিস আশ্চর্য করে দেবার ক্ষমতা রাখে। তেমনি একটি আশ্চর্যজনক ফুল হল রাফলেশিয়া আরনোল্ডি।

ফুলের নাম করপস বা মৃত ফুল। এর বৈজ্ঞানিক নাম রাফলেশিয়া আরনোল্ডি। এটি ইন্দোনেশিয়া জাতীয় ফুল। একটি ফুলের ওজন ১১ কেজি পর্যন্ত হয়।

র‌্যাফলেশিয়ার কোনো পাতা ও শেকড় নেই। এটি পরজীবীর মতো অন্য গাছের পানি ও পুষ্টি শোষণ করে বেঁচে থাকে।

র‌্যাফলেশিয়ার ফুলের বৈশিষ্ট্যও কিন্তু কম বিচিত্র নয়।

একে তো আকারে বিশাল, তার ওপর রয়েছে প্রচণ্ড দুগর্ন্ধ। অনেকটা মাংস পচা গন্ধ ছড়ায় এ ফুল থেকে। একারণে সেটিকে ‘কর্পস ফ্লাওয়ার’ও (লাশ ফুল) বলেন অনেকে। এই পচা গন্ধতে পোকা-মাকড় আকৃষ্ট হয় ও র‌্যাফলেশিয়ার পরাগায়ন ঘটায়।

তথ্য ও ছবি সূত্র: গুগল