Loading..

ম্যাগাজিন

১৫ জুলাই, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষকের দক্ষতা ।

মাল্টিমিডিয়া ক্লাশরুমঃ

এক সময় আমরা অনেকে মনে করতাম, শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ব্যবহার একটি ব্যয়বহুল এবং এটি একটি কল্পনাবিলাস মাত্র। কারণ প্রথমে আমরা যখন আইসিটি শব্দটির কথা শুনতাম এবং পত্র-পত্রিকায় দেখতাম, তখন মনে করতাম এ পদ্ধতি ব্যবহারের জন্য প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দরকার যা দরিদ্র্য দেশের জন্য খুবি দঃসাধ্য ব্যাপার। এজন্য দরকার হবে প্রচুর অর্থ, দক্ষ জনবল, শিক্ষার্থীর অভিভাবকদের আর্থিক সামর্থ্য ইত্যাদি। কিন্তু ধীরে ধীরে আমরা বুঝলাম, শিক্ষায় আইসিটি ব্যবহারের জন্য একটি ক্লাশরুমে একটি ল্যাপ্টপ/ডেস্কটপ, একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং একটি পর্দা বা সাদা রং করা দেয়াল থাকলেই চলবে। এর জন্য দরকার হবে প্রচুর টাকা। দেশের প্রায় প্রতিটি বিদ্যালয়ে যথেষ্ট সামর্থ্য নেই বন্ধু-বান্ধব বিভিন্ন মহলে এরকম জল্পনা-কল্পনা চলতে না চলতেই দেশের বিভিন্ন টি,টি কলেজে শিক্ষকদের “মডেল কন্টেন্ট” তৈরির প্রশিক্ষণ পর্যায়ক্রমে শুরু হয়ে গেল। তবে বিশেষভাবে উল্লেখ্য যে, বর্তমান সরকার পরিকল্পনা মাফিক প্রতিটি বিদ্যালয়ে একটি করে মাল্টিমিডিয়া ক্লাশরুম স্থাপনের জন্য যা আমাদের ভাবনায় ছিল সকল উপকরণ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করে সরকার “ডিজিটাল বাংলাদেশ” গঠনের গৌরব অর্জন করার মহতী উদ্যোগ গ্রহন করেছে।

শিক্ষকের দক্ষতাঃ

মাল্টিমিডিয়া ক্লাশরুম পরিচালনার জন্য একজন শিক্ষকের কম্পিউটারে ব্যাপক দক্ষতার প্রয়োজন নেই, বরং কয়েকটি বিষয়ে দক্ষতা অর্জন করলেই তা করা সম্ভব। যেমনঃ কম্পিউটার অন ও অফ, বিভিন্ন আইকন সম্পর্কে পরিচিতি, ফাইল ও ফোল্ডার খোলা, এম এস পাওয়ারপয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং । কম্পিউটার অন ও অফ কয়েকবার চেষ্টা করলেই পারা যায় । তবে এম এস পাওয়ারপয়েন্ট সম্পর্কে সম্যক ধারণা পেতে কয়েকটি সেশনের প্রয়োজন হয়। আমি মনে শিক্ষকদের মেধা ও মননশীলতা প্রয়োগের জন্য এটি একটি শ্রেষ্ঠ উপায়। একটি কথা না বলেই নয়, ইন্টেরনেট তথ্যের একটি মহাসমুদ্র। যেখানে রয়েছে লাখ লাখ ছবি, এ্যনিমেশন, ভিডিও, টেক্সট প্রভৃতি। চাহিদামত উপকরণ বেছে নিয়ে “মডেল কন্টেন্ট” তৈরি করা যায়। ইন্টারনেট যে কোন একটি বিষয়বস্তু সম্পর্কে সুনির্দিষ্ট ছবি, এ্যনিমেশন এবং ভিডিও অনুসন্ধানকরা যায়। এ সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করার জন্য একজন শিক্ষকের আগ্রহ টাই হবে একান্ত প্রয়োজন । তাই তাঁর পেশাকে শক্ত করে আটকে ধরে মেধা ও মুননশীলতাকে প্রয়োগের জন্য শিক্ষক সম্প্রদায়কে উদাত্ত আহবান জানাচ্ছি ।     জমির উদ্দিন (ধন্যবাদ সবাইকে)

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি