Loading..

খবর-দার

১৩ সেপ্টেম্বর, ২০২১ ০৭:৩০ পূর্বাহ্ণ

স্কুল-কলেজের হোস্টেল চালু রাখতে ১৪ নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

অধিদপ্তর থেকে স্কুল-কলেজগুলোকে হোস্টেল খোলার বিষয়ে ১৪ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলোর হলো :

১। সমাবেশ স্থানগুলো (ক্যাফেটেরিয়া, ডাইনিং, টিভি বা স্পোর্টস্ রুম ইত্যাদি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। রান্নাঘর থেকে রুমগুলোতে সরাসরি খাবার সরবরাহের ব্যবস্থা করতে হবে।

২। একাধিক শিক্ষার্থী একই বিছানা ব্যবহার করা থেকে বিরত থাকবে।

৩। একসাথে নামাজ, প্রার্থনা, সমাবেশ ইত্যাদি ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলতে হবে।

৪। আবাসিক শিক্ষার্থীরা হোস্টেলে ওঠার আগে কোভিড আরটি-পিসিআর পরীক্ষা করে ফল নেগেটিভ হলে হোস্টেলে আসবে।

৫। হোস্টেলে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।

৬। হোস্টেল, বাথরুম, টয়লেট, বেসিন, ড্রেইন ইত্যাদি প্রতিদিন জীবাণুমুক্ত করে রাখতে হবে।

৭। বাথরুম, ফ্লোর শুকনো থাকবে।

৮। সবাই ব্যক্তিগত সাবান, তোয়ালে ইত্যাদি ব্যবহার করবে এবং ব্যক্তিগত লকার ও অন্যান্য জিনিসপত্র পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখবে।

৯। ডাইনিং রুমে টেবিল, গ্লাস, প্লেট, চামচ, জগ ইত্যাদি সবসময় পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে।

১০। হোস্টেলে খাবার পানি ও খাদ্য সামগ্রী নিরাপদ রাখতে হবে।

১১। দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে।

১২। ডেঙ্গু সংক্রমণ ও এডিস মশা বিস্তার রোধে স্বাস্থ্য অধিদপ্তরের গাইড লাইন অনুসরণ করতে হবে।

১৩। একজনের ব্যক্তিগত ব্যবহার সামগ্রী বা শিখন সামগ্রী ইত্যাদি অন্যজন ব্যবহার করতে পারবে না।

১৪। আবাসিক শিক্ষক-কর্মচারী বাতীত অন্য কেউ হোস্টেলে অবস্থান বা যাতায়াত করতে পারবে না।