Loading..

উদ্ভাবনের গল্প

১৪ সেপ্টেম্বর, ২০২১ ০৭:৩৯ অপরাহ্ণ

শিশুতোষ পরিবেশ সৃষ্টি করি,শিশুদের পাঠে মনোযোগী করি।

আজ ঐতিহাসিক ১২ সেপ্টেম্বর, ২০২১ খ্রীস্টাব্দ। আজ রবিবার। দীর্ঘ ৫৪৩ দিন পর আজ আমাদের বিদ্যালয় আবারো মূখর হয়েছে ছোট্ট শিক্ষার্থীদের কোলাহলে। করোনা মহামারী চিরতরে দূর হোক এবং বিদ্যালয়গুলো যেন আর বন্ধ না হয়।

শিশুদের পাঠে মনোযোগী করতে ও একঘেয়েমি দূর করতে এই খেলাটি অনেক আনন্দদায়ক।

শিশুরা দীর্ঘদিন বিদ‍্যালয়ে আসতে পারে নি তাদের একটু আনন্দ দিতে আমার এই পদ্ধতি।এই খেলার মাধ‍্যমে শিশুর শোনার দক্ষতা বৃদ্ধি পাবে।

শিশুদের আনন্দ ও খেলা মাধ‍্যমে শিখলে শিখন স্থায়ী হবে।