Loading..

খবর-দার

৩০ সেপ্টেম্বর, ২০২১ ০৭:৫৭ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভার্চুয়াল জুম সভা।

উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়, গোপালপুর, টাঙ্গাইল এর আহ্বানে ২৮-০৯-২০২১ খ্রিঃ তারিখ, মঙ্গলবার বিকাল ৪:০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে "স্বাধীনতাত্তোর প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান এবং বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় প্রাথমিক শিক্ষা" বিষয়ক ভার্চুয়াল জুম সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনাব সাদিয়া ইসলাম সীমা, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ), বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনাব মোঃ আব্দুল মোমেন, ইউপি চেয়ারম্যান, আলমনগর ও জনাব মোঃ জয়নাল আবেদীন, সভাপতি, প্রেস ক্লাব, গোপালপুর। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সভার সম্মানিত সভাপতি জনাব মর্জিনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার, গোপালপুর, প্রবন্ধ পাঠ করেন জনাব মোছাঃ আনজু আনোয়ারা পারভীন, প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা নয়াপাড়া সপ্রাবি। সম্মানিত আলোচকবৃন্দ তথ্যসমৃদ্ধ আলোচনা করেন। তাদের আলোচনার মধ্যদিয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বেরিয়ে আসে তাহলো, বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে হলে শিক্ষার ভিত্তি প্রাথমিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। প্রাথমিক শিক্ষার সমস্যাদি দূর করতে হবে। প্রাথমিক শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিসহ কাঙ্খিত জীবনমান নিশ্চিত করতে হবে। 

সভা সঞ্চালনায় ছিলেন সুযোগ্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ হুমায়ুন কবির। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উক্ত সভায় যুক্ত ছিলেন।