Loading..

উদ্ভাবনের গল্প

৩০ সেপ্টেম্বর, ২০২১ ১০:১২ অপরাহ্ণ

সংকটে নেতৃত্বে শিক্ষক সম্মাননা২০২১

পরিশ্রমই স্বার্থকতা সে পায় যে নিজের অজান্তে নিরলস ভাবে একাগ্রত্তচিত্তে কাজে মনোনিবেশ থাকে এবং সে মোতাবেক কাজ করে যায়। অনলাইন ক্লাসে আজ তারাই স্বার্থকতার শীর্ষে, কেউ তো আমরা কোনদিন ভাবি নাই, এ ভাবে জমকালো আয়োজনের আমাদের স্বার্থকতা ফিরে আসবে, ধন্যবাদ A2i এবংগ্রামীনফোন কর্তৃপক্ষকে। কোভিড১৯ সংকটে কালীন পাঠদানে বিরতী ছিল, এ সময়ে আমরা কিছু সংখ্যক শিক্ষক/শিক্ষিকা দিনরাত নিরলস ভাবে পরিশ্রম করে অন লাইনে পাঠদান চালিয়ে যাই, এ সময়টা ছিল একেই বারে নতুন, কেউ তো আর কোনদিন অন লাইনে ক্লাসের ব্যাপারে অভ্যস্ত ছিল না, তবু যে হেতু ক্লাস নিতে হবে, তাই ভয়ে ভয়ে ক্লাস গুলো তৈরী করে, আমরা অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে দিলাম, পরে এমন অভ্যাস হয়ে গেল অনলাইনে ক্লাস ছাড়া আর ভাল লাগে না, আর সে যা হোক ক্লাস গুলো তৈরী করে শিক্ষকবাতায়নে এবং ফেসবুকে , সামাজিক যোগাযোগ ব্যবস্থাপনায় আপলোড করে দিতে হয়েছে, কিন্তু কোন দিন ভাবি নাই যে আমরা এর পরিপেক্ষিতে সংকটে নেতৃত্বের কারনে সম্মানীত হবে, আজ সে অদেখা স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে, আট জেলার অ্যাম্বাসেডরগ্ণ ১-১০-২১ ,ICT ডিভিশন, a2i & গ্রামীণফোন এর উদ্দ্যোগে আয়োজিত রংপুর বিভাগের ICT4E বিভাগীয় অ্যাম্বাসেডর শিক্ষক সম্মেলন , পরিশ্রমই কোনদিন বিফলে যায় না, সংকটে আমরাই নেতৃত্বে আছি, আগামীদিন গুলোতে থাকব।