Loading..

প্রেজেন্টেশন

০৪ অক্টোবর, ২০২১ ০৮:৩০ পূর্বাহ্ণ

বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ এর পরিচিতি এবং বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ –এর প্রমাণ।

শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার মহোদয়, এডমিন মহোদয়, সেরা কনটেন্ট নির্মাতা মহোদয়, সেরা উদ্ভাবক মহোদয়, সেরা নেতৃত্ব মহোদয়, বাতায়নের সকল শিক্ষক- শিক্ষিকা ও আইসিটি জেলা এম্বাসেডর মহোদয়গণদের আমার এ পাক্ষিকে আপলোডকৃত কনটেন্টটি দেখে লাইক,গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।


এ পাঠ শেষে শিক্ষার্থীরা-

কেন্দ্রস্থ কোণ  ব্যাখ্যা করতে পারবে।  
বৃত্তস্থ কোণ ব্যাখ্যা করতে পারবে ।

কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে।