Loading..

প্রেজেন্টেশন

০৭ অক্টোবর, ২০২১ ১১:২৯ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধে আইসিটি ডিভাইস রেডিও এর ভুমিকা

১৯৭১ সালের আগস্টের সকাল রেডিওতে বেজে উঠলো পঙ্কজ মল্লিকের কণ্ঠে  ‘আমি তোমায় যত শুনিয়েছিলেম  গান ...। এটি ছিল জাহাজে যুদ্ধের হামলার সংকেত ।  আগস্টে গানের এই সংকেত পাওয়ার পর বাংলাদেশের চারটি বন্দরে পাকিস্তানি ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন নৌ-কমান্ডো বাহিনী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ‘অপারেশন জ্যাকপট’হিসেবে পরিচিত এই অভিযানের সূচনা হয়েছিল দুটি গানের মাধ্যমে। অর্থাৎ গান ব্যবহার করা হয়েছিল যুদ্ধের সংকেত হিসেবে।