Loading..

খবর-দার

১৩ অক্টোবর, ২০২১ ১১:১৭ অপরাহ্ণ

তারকার মত ফুল, দেখতে অসাধারন "অর্কিড ব্রাসাভোলা"
অর্কিড ব্রাসাভোলা :


তারকার মত ফুল, দেখতে অসাধারন, প্রায় বিশটি ধরন ও রঙের অত্যান্ত আকর্ষণীয় মনমুগ্ধকর এই অর্কিডের আদি উৎপত্তি মধ্য আমেরিকা ও দক্ষিন আমেরিকার ক্রান্তীয় অঞ্ছল।

ইটালির ভেনিস শহরের একজন মহৎ উদ্ভিদ বিজ্ঞানি ডক্টর এন্টোনিও মুসা ব্রাসাভোলা এর উদ্ভাবন ও নামকরণ করেন।

অন্যের উপর বেড়ে ওঠা এ জাতীয় অর্কিড পানি ও বাতাস থেকে নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করে তবে যার উপর ভর করে বেঁচে থাকে তাকে পুস্টি চাহিদা পূরণের উৎস হিসাবে ব্যাবহার করে না।এর ফুল সন্ধ্যাবেলা টক মিষ্টির এক হৃদয় ছোঁয়া অনুভূতি ও আবেদনময়ী গন্ধ ছড়ায়।