Loading..

প্রকাশনা

১৫ অক্টোবর, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ

প্রেমের নবী মোস্তফা……………………………।।

রাসূল আমাদের আদর্শ। আমাদের চেতনা। সবার প্রিয়। পথচলার প্রেরণা। স্বজন থেকেও আপন। আত্মার চেয়েও দামি। আমাদের শিক্ষক তিনি। আমাদের রাহবার তিনি। তিনি মুহাম্মাদ রাসূলুল্লাহ।

যিনি এসেছিলেন কল্যাণ নিয়ে। বিশ্ববাসীর জন্য রহমত হয়ে। কেবল ব্যক্তি কিংবা পারিবারিকই নয় বরং পরিপূর্ণ জীবনব্যবস্থা সামগ্রিক চেতনার আদর্শিক রূপকার হিসাবে। ব্যক্তি জীবনে চলন বলন কথনে, পারস্পরিক আচার আচরণে যেমন ছিলেন সমুন্নত বৈশিষ্ট্যের অধিকারী।

তেমনি সামাজিক রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেও ছিলেন একজন সফল সমাজ সংস্কারক। বর্বর এক জাতিকে যিনি উন্নীত করেছেন আদর্শের শ্রেষ্ঠ মানদণ্ডে। বানিয়েছেন সত্যের মাপকাঠি। শরিয়তের কষ্টিপাথর। যাদের সমর্থনে নির্ণীত হয় করণীয়। প্রত্যাখ্যানে নিরূপিত হয় বর্জনীয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি