Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৭ অক্টোবর, ২০২১ ১১:২১ পূর্বাহ্ণ

বিশ্বসেরা বিজ্ঞানীর’ তালিকায় খুবি উপাচার্য ড. মাহমুদ হোসেন
বন, কৃষি, মৃত্তিকা, পরিবেশ ও পর্যটনের ক্ষেত্রে রয়েছে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা যা খ্যাতনামা জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি সুন্দরবনের ওপর রয়েছে নানাধর্মী গবেষণা। আর এই গবেষণার উপর ভর করে চলতি বছরের বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করেছেন তিনি। বলছি, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ও বর্তমান উপাচার্য ড. মাহমুদ হোসেনের কথা। গত ১০ অক্টোবর এই তালিকাটি প্রকাশ করে `এডি সাইন্টিফিক ইনডেক্স’ নামের একটি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা, যারা প্রতিবছরই সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে সেরা বিজ্ঞানীদের বাছাই করে এ মর্যাদা দিয়ে থাকে। এ বছর সংস্থাটি সারা বিশ্বের ২০৬ দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই র্যাংকিং তালিকা প্রকাশ করেছে। এই র্যাংকিং করার ক্ষেত্রে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জন, এশিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন, বাংলাদেশের ১৭৯১ জন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৯ জন বিজ্ঞানীর সংশ্লিষ্ট বিষয়ে গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়। এর মধ্যে গবেষক ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের কৃষি ও ফরেস্ট্রিতে এবং পৃথকভাবে ফরেস্ট্রি উভয় ক্যাটাগরিতে প্রথম, দেশে ফরেস্ট্রি বিজ্ঞানীদের মধ্যে চতুর্থ, এশিয়ার বিজ্ঞানীদের মধ্যে ১৫১তম এবং সারা বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে ৮২৫ তম স্থান লাভ করেছেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি