Loading..

প্রকাশনা

১৭ অক্টোবর, ২০২১ ০৯:২৩ অপরাহ্ণ

শিক্ষা ও শিক্ষক

      একবুক অভিমান বা হতাসা যাই নিয়ে থাকুন আমাদের শিক্ষক সমাজ, আমাদের শিক্ষা কিন্তু পিছিয়ে নেই।প্রত্যন্ত অঞ্চলের

একান্ত সুবিধা বঞ্ছিত শিশুটিও কিন্ত আজ শিক্ষার আলো থেকে দূরে নেই। শিক্ষাকে সবার ঘরে ঘরে পৌছানোর বিরাট  দায়িত্ব শিক্ষকেরাই পালন করছেন, জাতি গড়ার দায়িত্ব টুকু নিজ কাঁধে স্বেচ্ছায় তুলে নিয়েছেন। আর একাজে তারা চরম আনন্দ উপভোগ করেন। একজন শিক্ষক মনে করেন তার শত শত সন্তান,তাদের মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করাতেই তাঁর জীবনের স্বার্থকতা।

      রাষ্ট্র বা সমাজ তাদের কী দেয়নি,বা বাক্তি জীবনের অপূর্ণতা একজন প্রকৃত শিক্ষককে কখনই বিচলিত করেনা। মানুষ গড়া তাঁর নেশা।স্ব মহিমায় তারা উদ্ভাসিত, গৌরবময়।

      তার সাথে ঘটে যাওয়া শত শত নেতিবাচক ঘটনাতেও তার মন কখনও ভাঙ্গেনা  , আশাও মরে যায়না।

ভাল থাকুক সেই সব ভাল মনের শিক্ষক , এগিয়ে যাক আমাদের দেশ।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি